Answered 2 years ago
খুব সুন্দর একটি মুল্যবান প্রশ্ন!
বেঞ্জামিন বলেছিলেন, "Time is money"। তাই সময়ের মূল্য অনেক বেশি।
আপনাকে কেউ যদি কোন একটা কাজ করতে বলে এবং আপনার সেই কাজটি করতে ইচ্ছে করতেছেনা। কিন্তু কাজটি না করলেও সেই মানুষটি আপনার উপর রাগ করতে পারে, তাও চিন্তা করতেছেন। এমন অবস্থায়, আপনাকে সুন্দর ভাবে বুঝিয়ে না বলে দেওয়াটাই বুদ্ধিমানের কাজ হবে বলে মনে করি। কারণ কথায় আছে, শুধুমাত্র একটি "না" বলা কথাটাই আপনার অনেক মূল্যবান সময় বাচাবে। আর আপনি যদি কাজটি করতেও যান, তাহলে সেই কাজটি করতেও আপনার অনেকটা সময় লাগবে।
যেটুকু জানি সেটুকুই বললাম, ভুল হবে আন্তরিক ভাবে দুখিঃত।
Saker publisher