কাউকে কিভাবে টেনশনে রাখা যায়?

1 Answers   2.7 K

Answered 2 years ago

    রহস্যময় আচরণ করুন।
    একবার পাত্তা দিন, আরেকবার পাত্তা দেয়া বন্ধ করে দিন।
    মাঝে মাঝে সম্মান করুন, মাঝে মাঝে পার্ট নিন বা ভাব ধরুন।
    সহযোগিতা না করে আশ্বস্ত করুন।
    সমস্যা সমাধান না করে জিইয়ে রাখুন।
    তার সাথে ভিন্ন ভিন্ন কথা বলুন।
    উদাসীনতা দেখান।
    মনস্তত্ত্ব নিয়ে খেলাধুলা করুন।
    উইক পয়েন্ট নাড়াচাড়া করুন।
    নাটকীয় আচরণ করুন।
    নিজের সম্পর্কে কম প্রকাশ করুন।
    এক ধরনের অস্থির মতি ভাব আনুন।
    বেখেয়ালি হয়ে যান।
    হাসি তামাশা এবং কৌতুক বাজি শিখুন।

পুনশ্চ — বাস্তব জীবনে এসব টেকনিক প্রয়োগ না করাই শ্রেয়। কারণ এতে অনেকেই মনঃক্ষুণ্ণ হতে পারে। যেভাবে প্রশ্ন করা হয়েছে আমি প্রশ্নের সাথে সামঞ্জস্য রেখেই উত্তর দিয়েছি। কাজেই উপরোক্ত পয়েন্টগুলো নিয়ে অনেকের দ্বিমত থাকতে পারে। অনেকে মনে করতে পারেন যে পয়েন্টগুলো ব্যক্তিত্বহীনতার বহিঃপ্রকাশ। তা সত্ত্বেও বলব যে আমি শুধুমাত্র প্রশ্নের উত্তরটাই দিয়েছি। কেউ ব্যক্তিগত জীবনে এসব ব্যবহার করলে তা নিজ নিজ দায়িত্বে করবেন, লেখক দায়ী নয়। কারণ এতে করে অনেকের ক্ষতি হতে পারে।

Indira Islam
indira
245 Points

Popular Questions