কাউকে কিভাবে একেবারে ভুলে যাওয়া যায়?

1 Answers   6.2 K

Answered 1 year ago

মনে হয় আপনি ছ্যাঁকা খেয়েছেন, নাহলে এরকম প্রশ্ন করতেন না। যাক কাজের কথায় আসি কেমন। যদি আমার অনুমান ঠিক হয় তাহলে বলবো পারবেন না। আপনি যত ভুলে যাওয়ার চেষ্টা করবেন তত মনে পরবে। আমাদের মন এরকম ই । যেখানে মজা পাবে সেদিকে ই যাবে, আমরা যেখানে কষ্ট হলেও কষ্ট কে মজা করে অনুভব করি।দূখের সময় আমরা কষ্টের গান বেশি ভালো বাসি। এখন এই মরিচিকার থেকে দূরে থাকার উপায় কি? আপনি ভুলে যাওয়ার চেষ্টা করবেন না। মনে আসে আসুক সেটা একটা মনের মধ্যে আগুন হিসেবে নিন,পন করুন যে আপনি এমন কিছু করে দেখাবেন যাতে সে পরবর্তীতে বুঝতে পারে যে সে কতটা ভুল করেছিল। নিজের লক্ষ্য ঠিক করে আপনার কাজ আগে শেষ করুন। দেখবেন কাজের চাপে আর তার কথা মনে পড়ছে না।
Shaira Khatun
shaira985
239 Points

Popular Questions