Answered 1 year ago
কলেজ লাইফে পড়াশোনার সাথে সময় পরিবর্তন করে মাসে ৬-১০ হাজার টাকা উপার্জন করা সম্ভব। একটি সম্ভাব্য পথ হতে পারে একটি পার্ট-টাইম জব অথবা ফ্রিল্যান্সিং কাজে নিজের দক্ষতা ব্যবহার করা।
পার্ট-টাইম জব খুঁজে পেতে প্রাথমিক ধারণা হতে পারে কলেজের অফিস বা লাইব্রেরি বা ক্যাফেটেরিয়া এমনকি টিউটরিয়াল বা গ্রুপ স্টাডি করানোর সুযোগও থাকতে পারে। এছাড়াও ইন্টারনেটে বিভিন্ন ফ্রিল্যান্সিং প্লাটফর্ম থেকে কাজ পেতে পারেন, যেমন ওয়েব ডেভেলপমেন্ট, গ্রাফিক্স ডিজাইন, লেখালেখি, অনুবাদ ইত্যাদি।
এছাড়াও নিজের দক্ষতা ব্যবহার করে স্বনিয়মিত উপার্জনের উপায় হতে পারে মানুষের জন্য সেবা দিয়ে পেমেন্ট নিতে, যেমন টিউটরিয়াল, মিউজিক শিখানো, কোচিং দেয়া ইত্যাদি।
উল্লেখ্য, সময় ও শিক্ষাগত দায়িত্ব সমান্তরাল রাখতে হবে যাতে পড়াশোনা নকল না হয়ে যায়। পার্ট-টাইম জব বা ফ্রিল্যান্সিং কাজের নির্বাচনে আপনার শিক্ষাগত পরিস্থিতি ও সময়কে ভালভাবে মনে রাখতে হবে।
Khaled publisher