Answered 2 years ago
কলেজের মেয়েকে বিয়ে করলে আপনার সংসার সুখী হবে না এরকমটা কিন্তু নয়।
আবার মাদ্রাসার মেয়েকে বিবাহ করলে আপনার সংসার সুখী হবে এরকমটাও কিন্তু নয়।
শিক্ষাটা কলেজ কিংবা মাদ্রাসা থেকে নয় শিক্ষাটা আসে পরিবার থেকে।
আমার চোখের সামনে অনেক মাদ্রাসার মেয়ের সংসার ভেঙ্গে গেছে। আবার অনেক কলেজের মেয়ের সংসারও ভেঙ্গে গেছে। এখন আপনি মন্দ বলবেন কাকে?
বিবাহ টা আসলে মাদ্রাসা কিংবা কলেজ দেখে নয় বিবাহ করতে হবে মেয়ের চারিত্রিক স্বভাব দেখে।
তবে আমার মতে পর্দাশীল জ্ঞানী এবং বিনয়ী হয় মাদ্রাসার মেয়েরা। মাদ্রাসার মেয়েকে বিবাহ করলে খারাপ হয় না। তারা নিজেরাও নামাজী হবে ভালোভাবে চলার চেষ্টা করবে এবং স্বামীকেও সেই ভাবে রাখার চেষ্টা করবে।
কলেজের মেয়ে এবং মাদ্রাসার মেয়ে উভয় জনের মধ্যেই ভালো এবং মন্দ লুকায়িত আছে। ভালো-মন্দ বের করে বিবাহ করার টাই বুদ্ধিমান মানুষের কাজ।
ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।
raju007 publisher