কলেজের শিক্ষিকার সাথে কি কখনো ছাত্রের প্রেম বা বিয়ে হতে পারে?

1 Answers   2.4 K

Answered 2 years ago

হতেই পারে ।এতে সমস্যার কিছু দেখি না। তাছাড়া বিয়ে করতে হলে তো কোন ধরা বাধা বয়সের উর্ধ সীমা নেই যে এই বয়সের উপর গেলে তার বিবাহ করা উচিত নয় । এগুলো ব্যাক্তিগত সিদ্ধান্ত।

আর হ্যা এখানে একটা জিনিস লক্ষ্যনীয় তা হচ্ছে একটা ছেলের বয়স যদি পঞ্চাশ হতো এবং সে যদি পঁচিশ বছর এর কোন মেয়েকে বিয়ে করে তাহলে কিন্তু এই নোংরা মানসিকতার জন্ম হতো না সমাজে। তাদের নিয়ে হাজার টা নিউজ ও হতো না।এগুলো এতো চর্চাও হতো না। কিন্তু যেই একটা মেয়ে তার থেকে কম বয়সের কোনো ছেলে কে বিয়ে করেছে।সেটা নিয়ে হাজার নিউজ, হাজার টা অপপ্রচার।বাহ বাহ। আপনাদের মতো কিছু উজবুকদের রা যে এখন এই সমাজে আছে সেটা দেখে অবাক হওয়া ছাড়া আর কিছুই নয়।

Rion Ahmed
rionahmed
222 Points

Popular Questions