Answered 2 years ago
হাওড়া স্টেশন থেকে ট্রেনে করে বর্ধমান আসতে মোটামুটি দু-আড়াই ঘণ্টা সময় লাগে।
অবিভক্ত বর্ধমান জেলায় দর্শনীয় স্থান অনেক। কয়েকটির নাম উল্লেখ করছি।
• সর্বমঙ্গলা মন্দির
• ১০৮ শিব মন্দির, বর্ধমান
• কার্জন গেট
• পীর বাহারাম, বর্ধমান
• কৃষ্ণসায়র পার্ক
• রমনা বাগান
• বর্ধমান সায়েন্স সেন্টার
• দামোদর নদ
• মেঘনাদ সাহা প্ল্যানেটরিয়াম
• বর্ধমানেশ্বর শিব
• ক্রাইস্ট চার্চ, বর্ধমান
• কঙ্কলেশ্বরী কালী মন্দির, কাঞ্চননগর
• বীরহাটা বড়ো মা
• কমলাকান্ত কালীবাড়ি
• টাউন হল, বর্ধমান
• দামোদরেশ্বর শিব
• হাওয়া মহল
সতর্কীকরণ: এই তালিকাটি অত্যন্ত সংক্ষিপ্ত এবং একটু অগোছালো।
যে কোন ধরণের পরামর্শ দিলে বাধিত হব।
এই ওয়েবসাইটগুলি দেখতে পারেন:
Azhar Ali publisher