কলকাতা ও বাংলাদেশ একই জায়গায় হওয়া সত্ত্বেও কেন পূর্ব দিকে ও পশ্চিম দিকে?

1 Answers   14 K

Answered 2 years ago

আপনার প্রশ্নটা আমি পুরোপুরি বুঝিনি।

কলকাতা হলো পশ্চিমবঙ্গ রাজ্যের রাজধানী অপরদিকে বাংলাদেশ একটি দেশ।তাহলে পূর্ব দিকে আর পশ্চিম দিকে বলতে কি বুঝালেন?

নিয়ম অনুযায়ী, পশ্চিমবঙ্গের মানুষ নিজ রাজ্যকে বলে "এপার বাংলা" আর বাংলাদেশকে বলে "ওপার বাংলা"।আবার বাংলাদেশের মানুষ নিজ দেশকে বাংলাদেশ ছাড়া অন্য কিছু বলে না তবে পশ্চিমবঙ্গকে "ওপার বাংলা" বলে।এগুলোতে কোনো সমস্যা নেই।

বাংলাদেশের অবস্থান উপমহাদেশের পূর্বে।আর বাঙলা ভাষাভাষী পশ্চিমবঙ্গের অবস্থান বাংলাদেশের পশ্চিমে।তাই একে "West Bengal" বা "পশ্চিমবঙ্গ" বলে।

Khaled
Khaled
303 Points

Popular Questions