Answered 2 years ago
আমি কলকাতা অধিবাসী তাই এই প্রশ্নের উত্তর টা দেওয়ার চেষ্টা করছি। যেই শহরে যত বেশি বিদেশি গাড়ি দেখা যাই সেই শহরের মুনুষের অথনৈতিক অবস্থা তাতো ভালো। এবার এই ভাবেও দেখা হাই যেই রাজ্যের অথনৈতিক অবস্থা অর্থাৎ বিসনেস এর বেবস্থা ভালো সেই শহরের মানুষের কাছে অনেক রোজগারের রাস্তা থাকে। তাহলে এই কথা বলাই যাই যে টাকা থাকলে মানুষ ভোগ বিলাস কেনো করবেনা। আর ভোগ বিলাশের প্রধান হলো বাড়ি,গাড়ি। এই বার আপনি ভাবুন কলকাতায় কেনো বিদেশি গাড়ি কেনো কম । এখানে তো একটা চাকরির যন্যে রাস্তায় ধারণা দিতে হয় এবার গুজরাট বা ভারতের অন্যান্য শহরে আমাদের বাংলার লোক যাই রোজগারের উদ্দেশ্যে। এইবার ভাবুন বিদেশি গাড়ি তো দূরের কথা এখানে পেতে ভাতের কথা ভাবতে হয়।
আমার জীবনে আমি ১৮ বছর মুম্বাইতে গিয়ে চাকরি করেছি। এখন কলকাতায় আসে একটা ছোট চাকরি করছি সেটাও মুম্বাইতে থাকার যন্যে পেয়েছি। যেহেতু সেখানে কাজটা শিখে ছিলাম তাই।
# বানান ভুল থাকলে মার্জনা করিবেন।
nahiyan publisher