Answered 2 years ago
ধর্মবোধ না থাকলে মানুষ কর্মের প্রেরণা পাবেন কোথা থেকে।তাছাড়া 'কর্ম' মানে সুকর্ম ও কুকর্ম দুটোই বোঝায়। এখন আপনি কর্ম-টা 'সু' না 'কু'এবোধ কোত্থেকে আসবে।অবশ্যই ধর্মের চেতনা থেকে। মানুষ কাজ করবেন কেনো? মানুষতো আর এমনি এমনি কাজ করবেননা। নিশ্চয়ই তিনি নিজের জন্য, সংসারের জন্য,সমাজের জন্য,রাষ্ট্রের জন্য, বিশ্বের জন্য,পরকালের জন্য,ইহকালের সময়োপকারের জন্য কাজ করবেন। এই যে দ্বায়িত্ববোধ-মানুষ পাবেন কোত্থেকে।সেটা কোনো না কোনো আদর্শ থেকে বা মানুষের সহজাত ধর্ম থেকে। যেখানথেকেই তিনি কাজের প্রেরণা পাবেন সেই উৎসস্থলকে 'ধর্ম' বলা হয়।সোজা কথায়-মানুষের ধর্মবোধ না থাকলে কর্মেচ্ছা জাগবেনা।তাই আমার মতে এটা বলা যায় -আগে ধর্ম তারপর কর্ম।ধর্মই মানুষকে কর্মবৎসল করে তোলে,কর্মানুরাগ জন্মাতে সাহায্য করে।
mdhasan publisher