Answered 2 years ago
কর্পোরেট জগতটা কেমন?
কর্পোরেট জগতের কাঠামোটা এরকম-
১) লাভ হচ্ছে প্রধান উদ্দেশ্য এবং মানুষকে মানবতা ছাড়া চলতে শেখানো হয়।
২) ইগো, নলেজ, স্ট্যাটাস, রাজনীতির জগত।
৩) পয়সা ছাড়া জগত নয় এই ধারনাকে লালন পালন করা হয়।
৪) কোন কিছুই চিরস্থায়ী নয়- এটি বুঝতে শেখার সর্বোত্তম জগত
৫) ট্যালেন্টের কদর এবং ব্যাক্তিভিত্তিক সম্ভাবনাই শেষ কথা জানবার জগত।
৬) যতক্ষণ আপনি পারফর্ম করছেন আপনি মেম্বার নচেৎ আপনি কেউ নন। ইংরেজিতে একটা কথা আমরা ব্যাবহার করি ঐ কারনে-
এইবার ভাবুন, যে মেয়েটা এই কালচার রপ্ত করেছে, তার গুণগুলো কি কি? উপরে বর্ণিত পয়েন্টগুলো অন্তত ৮০% লোক মেনে নিতে পারবে না। তবুও আমার জীবনে দেখা এক ব্যাতিক্রমি এইচ আর হেডের কথা বলি।
আজ থেকে প্রায় বছর পাঁচেক আগে, আমি তখন মুরুগাপ্পা মরগ্যানে কাজ করি। আমেদাবাদের Hyatt Regency হোটেলে বাৎসরিক রিভিউ মিটিং চলছে, দেশ বিদেশ থেকে কলিগ এসেছে। যথারীতি ককটেল ডিনারের এলাহি আয়োজন। সেই মহিলাও দায়িত্বে আছেন যাতে সবকিছু ঠিকঠাক ভাবে সম্পন্ন হয়। আর সবার মতো উনিও আমাদের সাথে কথা বলছেন, কথায় কথায় তার একটি ফোন আসে। তিনি সমস্ত সিনিয়রকে উপেক্ষা করে ফোনটি ধরে কথা বলতে উঠে যান। ফিরে আসতে ভি পি জিজ্ঞাসা করেন- " কি ব্যাপার?" তিনি অকপট উত্তর দেন- " আমার স্বামীর ফোন, আমি ওনার ফোন সর্বোত্তম গুরুত্ত্ব দি"। উপস্থিত সকলেই লঘু হাসি হাসেন, কিন্তু মনে মনে ওনার প্রতি শ্রদ্ধার ভাবটি কিন্তু জন্ম নেয়। এখন এই মহিলা যদি উচ্চাকাঙ্ক্ষী হন, লোকের চোখে সেটি অহঙ্কার হিসাবে প্রতিপাদ্য হয়। ভাবটি এমন যেন, উচ্চাকাঙ্ক্ষী হওয়া গুরুতর অপরাধ। সেই মহিলা এই যে এতো রাজনীতি, প্রতিদিনের পারফরমেন্স দেখিয়ে ঐ জায়গাটি ধরে রেখেছেন, সেটির বিবেচনা আর করা হয় না। তিনি যদি দুটো বিয়েবাড়ি না যান, তখনি অহংকারী বলা হয়, তিনি যদি তার নিজের সৎ পথে উপার্জনের টাকায় কিছু করেন, তখনি অহংকারী মনে হয়, তিনি নিজে নিজের গাড়ি ড্রাইভ করলে অহংকারী মনে হয়। কিন্তু তিনি যদি তার স্বামীর পাশে বসে যান তাহলে সেটি স্বাভাবিক ঠেকে। তিনি যে এতো লেখাপড়া শিখে কাজ শেষে বাড়ি গিয়ে তার বাচ্ছার বই খাতা নিয়ে বসেন, তার স্কুলের শিক্ষিকার সাথে নিয়মিত সন্তানের প্রগতির ব্যাপারে খোঁজ নেন, সেটি কিন্তু তার কর্তব্য ধরা হয়।
একথা সত্যি, অহংকারী মানুষ আছেন, কিন্তু সেটা কর্পোরেটের ক্ষেত্রেই একদম মোটা দাগে দাগিয়ে দেওয়া যায় এমন নয়, কিছু না করেও সে অহংকারী হতে পারে। আপনি যদি কর্পোরেট জগতে কাজ নাও করেন, চিন্তায়, ভাবনায় যদি কর্পোরেট হন, বিয়ে করলে ক্ষতি নেই, শুধু উচ্চাকাঙ্খা আর অহং বোধের তফাৎ যদি মাপতে পারেন, প্রজাপতি ব্রহ্মা আপনাকে নিরাশ করবে না।
lionahmed publisher