Answered 2 years ago
আমরা ভোজনরসিক জাতি হিসেবে পরিচিত। আমাদের দৈনন্দিন সকল খাদ্যে আমরা বিভিন্ন ধরনের মসলা ব্যবহার করে থাকি। প্রতিনিয়ত আমাদের নিত্যনতুন রেসিপি চেখে দেখার লোভ আমরা সামলাতে পারি না। আমাদের চাহিদা অনুযায়ী বাজারে মসলার প্রচুর চাহিদা এবং ব্যবসার স্কোপ রয়েছে। যা প্রতিনিয়ত বেড়েই চলেছে। গ্রাম থেকে শহরে সবাই কম বেশি মসলা ব্যবহার করে তাদের রান্নায়। বাংলাদেশ মসলা গবেষণার তথ্যমতে আমাদের দেশের মাথাপিছু মসলার চাহিদা প্রায় ৪৫ গ্রাম যার মাত্র ২৪ গ্রাম আমরা পুরন করতে পারছি। সুতরাং এ খাতের চাহিদা অনুযায়ী সরবারাহের ঘাটতি আছে যা ব্যবসায়ীর জন্য শুভসংবাদ।
বর্তমানে সবথেকে বেশি চলে ৩ ধরনের মসলা, যেমনঃগরম মসলা, মাংসের মসলা এবং চাট মসলা। আপনি চাইলে মাত্র ১০০০ টাকা বিনিয়োগ করে এই ব্যবসা শুরু করতে পারেন।
মসলা কীভাবে বিক্রি করবেন?
মসলার ব্যবসা আপনি বিভিন্নভাবে শুরু করতে পারেন। যেমনঃ
মসলা তৈরীর কারখানা শুরু করতে পারেন।
To know more please click here[1]
suzuka publisher