কম জিপিএ দিয়ে হার্ভাড বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া যায়?

1 Answers   6.4 K

Answered 2 years ago

আপনি কি আন্ডারগ্রাড নাকি মাস্টার্স এর জন্য ভর্তি হতে চান? যেহুতু জিপিএ বলেছেন তার মানে ধরে নিচ্ছি আন্ডারগ্রাড।

আপনার এই প্রশ্নের উত্তরে প্রথমেই বলবো না কম জিপিএ দিয়ে হার্ভাড বিশ্ববিদ্যালয়ে চাস্ন পাবেন না। আবার কত কম সেটা বল্লে ভালো হতো।

মোটামুটি কম তবুও ভর্তি হতে পারবেন যদিঃ

১. আপনার এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস থাকে। আপনি কোন বিষয়ে পারদর্শী এবং আপনার ইন্টারন্যাশনাল কোন সার্টিফিকেট আছে।

২. আইইএলটিএস পরীক্ষায় ভালো স্কোর থাকে

৩. স্ট্রং একটা এসওপি লিখতে পারেন যেটাতে উল্লেখ থাকবে সেখানে কেন পড়তে চান আর কেন আপনার জিপিএ খারাপ হলো।

৪. ফুল স্কলারশিপ না পেলে অনেক টাকা থাকতে হবে পড়তে। টাকা থাকলে ভর্তি হতে পারবেন।

উপরের বিষয় গুলো থাকলে আপনি কম জিপিএ থাকলেও ভর্তি হতে পারবেন।


Mahir Khan
mahirkhan
312 Points

Popular Questions