কম্পিউটার হ্যাক হয়েছে কি হয়নি তা কীভাবে বোঝা সম্ভব?

1 Answers   4.9 K

Answered 2 years ago

বেশিরভাগ ক্ষেত্রে কেউ আপনার কম্পিউটার হ্যাক করলে তা প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে আপনাকে জানিয়েই দিবে। তারা হয় আপনার গুরুত্বপূর্ণ ফাইল এনক্রিপ্ট করে ফেলবে এবং ডিক্রিপ্ট করার জন্য বিভিন্ন অঙ্কের টাকা দাবি করবে কিংবা কী-লগার বা সিমিলার কোনো স্পাইওয়্যার দিয়ে আপনার বিভিন্ন লগইন এবং ব্যাংকিং/ক্রেডিট ইনফরমেশন চুরি করবে।

কোনোরকম পূর্বাভাস ছাড়া যদি কেউ সফলভাবে আপনার কম্পিউটার হ্যাক করে ফেলে, তাহলে ধরে নিতে পারেন তা বুঝে ওঠা বা প্রতিরোধ করা আপনার পক্ষে একরকম অসম্ভব। কম্পিউটারে এক্সেস করার পর হ্যাকারের প্রথম কাজই হলো আপনার সিস্টেম কম্প্রোমাইজ করা, ক্ষতিকর অ্যাপকে সিস্টেম অ্যাপের মতো প্রায়োরিটি প্রদান করা… যার ফলে অ্যান্টিভাইরাস সফটওয়্যারও পরে সেগুলোকে থ্রেট হিসেবে ডিটেক্ট করেনা।

আগে থেকেই ভালো মানের অ্যান্টি-ম্যালওয়্যার/স্পাইওয়্যার ইন্সটল করুন, সেগুলোকে ডেইলি আপডেট করুন, তাহলেই মোটামুটি নিরাপদে থাকবেন।

আসলে হ্যাকারের অনেক ধরণ রয়েছে, তাদের আক্রমণের উদ্দেশ্যও বিভিন্ন, তাই আপনার প্রশ্নের জন্য কোনো উত্তরই স্বয়ংসম্পূর্ণ নয়।

নিজে সচেতন থাকাটাই হ্যাকারের জন্য সবচেয়ে বড় বাধা।


Fardin Ashik
fardinashik
422 Points

Popular Questions