Answered 3 years ago
হ্যাঁ অবশ্যই যায়। মোবাইল অ্যাপ্লিকেশান মূলত একটা সফটওয়্যার। সেটা বানানোর জন্য আপনাকে প্রোগ্রামিং জানতে হবে। বাকি ডেভেলপমেন্টের জন্য জা শেখা দরকার হয় সেইগুলো নিজেই শিখে নিতে হবে।
এখন আসি কম্পিউটার সায়েন্স এ কি পড়ানো হয়। বাংলাদেশী বিশ্ববিদ্যালয়গুলোতে অধিকাংশ ক্ষেত্রে প্রোগ্রামটির নাম কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (CSE)। এখানে মূলত কম্পিউটার সায়েন্স এবং কম্পিউটার ইঞ্জিনিয়ারিং এর সম্মিলিত সাবজেক্ট পড়ানো হয়। যদিও বাংলাদেশে কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ের তেমন কোন ক্ষেত্র তৈরি হয়নি। আর একই কারণে কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ের সামান্য কিছু ধারণা দেওয়া হয়। সেইদিক বিবেচনায় আমাদের দেশের প্রোগ্রামটা মূলত কম্পিউটার সায়েন্স এর মতই। Syllabus এ নিম্নোক্ত সাবজেক্টগুলো পড়ানো হয়ঃ
কিছু প্রিইঞ্জিনিয়ারিং কোর্স (গনিত, পরিসংখ্যান,পদার্থবিজ্ঞান, ইংরেজি, ইলেক্ট্রিক্যাল সার্কিট, ইত্যাদি)
Structured Programming Language
অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং
ডাটা স্ট্রাকচার
অ্যালগরিদম
ডাটাবেজ ম্যানেজমেন্ট
ওয়েব প্রোগ্রামিং
সফটওয়্যার ডেভেলপমেন্ট
ডিজিটাল লজিক ডিজাইন
কম্পিউটার পেরিফেরাল অ্যান্ড ইন্টারফেসিং
নেটওয়ার্কিং
কম্পাইলার ডিজাইন
ডিসক্রিট ম্যাথ
ডাটা কমিউনিকেশন
আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স
মেশিন লার্নিং
কম্পিউটার সিকিউরিটি
ইমেজ প্রসেসসিং
এছাড়াও অন্যান্য সাবজেক্টও পড়ানো হয়। বিশ্ববিদ্যালয় ওপর ভিত্তি করে আরও কিছু বিষয়ও পড়ানো হয়।
আপনি যদি মোবাইল অ্যাপ্লিকেশান ডেভেলপ করতে চান। তাহলে আপনার উপরোক্ত বিষয়গুলো থেকে কয়েকটা জিনিস বেশি গুরুত্বপূর্ণঃ
অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং
ডাটা স্ট্রাকচার
অ্যালগরিদম
ডাটাবেজ ম্যানেজমেন্ট
সফটওয়্যার ডেভেলপমেন্ট
এই বিষয়গুলোতে যদি আপনার ভাল দক্ষতা থাকে তাহলে আপনি আশা করা যায় খুব সহজেই মোবাইল অ্যাপ্লিকেশান ডেভেলপমেন্ট শিখে নিতে পারবেন।
sohanurrahaman publisher