কম্পিউটার সম্পর্কে আপনি এমন কী জানেন যা বেশিরভাগ লোকেরা জানে না?

1 Answers   5.7 K

Answered 2 years ago

কখনও কি এমন হয়েছে যে আপনি কোন একটি জিনিস ডাউনলোড দিয়েছেন বা সফটওয়্যারে কোন একটি জিনিস রান করিয়েছেন এবং সেটি সম্পন্ন হতে এক ঘন্টার মত লাগবে কিন্তু ঐ দিকে আপনার ঘুম পাচ্ছে কিংবা আপনাকে বাহিরে বের হয়ে যেতে হবে কিন্তু কাজটি শেষ হলে কম্পিউটার বা ল্যাপটপটাও বন্ধ করে দেওয়াটাও দরকার?

অথবা, এমন কি কোনো পরিস্থিতিতে পড়েছেন বাড়িতে বাচ্চারা কম্পিউটারে গেমস খেলতে চাইছে। আপনি ওদেরকে ১ ঘন্টার বেশি খেলতে দিবেন না এবং ১ ঘন্টা পর কম্পিউটার কম্পিউটার বন্ধ করে দিতে চাইছেন?

এমতাবস্থায় আপনার এমন কিছু একটা দরকার যা এক ঘন্টা পর আপনার কম্পিউটারটি স্বয়ংক্রিয়ভাবে বন্ধ করে দিবে। এমন জিনিস কিন্তু আপনার অপারেটিং সিস্টেমে রয়েছেই। আপনি খুব সহজেই এটি করতে পারবেন।

আমি প্রথমে Windows অপারেটিং সিস্টেমের জন্য পদ্ধতিটি বলছি।

নিচের ধাপগুলো অনুসরণ করুণঃ

১। আপনার কম্পিউটারের search option গিয়ে type করুন "cmd" অথবা, কীবোর্ডের "Windows + R" বোতাম দুইটি চাপ দিলে যে popup window আসবে সেটিতে type করুন "cmd". তারপর "Enter" বোতামটি চাপ দিন। এরফলে উইন্ডোজের Command Prompt (কালো রংয়ের window) চালু হবে।


Rafi Rayhan
rafirayhan
540 Points

Popular Questions