Answered 2 years ago
আমি একটা অফিসে দেখেছিলাম উনাদের ডোনেশনে আসা ১০টিরও বেশি ডেস্কটপ কম্পিউটার ২ বছরে উনারা একদিনও চালাননি। সবগুলোই কম্পিউটারই বেশ দামী, ব্র্যান্ডেড পিসি। ঠিক করার উদ্যোগ নিতে দেখাগুলো সবগুলো কম্পিউটারই অন হয় কিন্তু একটারও হার্ডডিস্ক ভাল না। দীর্ঘদিন পড়ে থাকলে র্যামে এ ছত্রাক জমতে পারে যা একটু পরিস্কার করে লাগালেই কম্পিউটারে ডিসপ্লে চলে আসে। কিন্তু হার্ডডিস্ক ড্যামেজ হওয়ার সম্ভাবনা অনেক।
raselahmed publisher