Answered 2 years ago
আসলে প্রসেসিং স্পিড কমেনা। আমাদের ব্যবহার করা অপারেটিং সিস্টেম, সফটওয়্যার এবং গেইম গুলো প্রতিনিয়ত আপডেট হচ্ছে এবং নিত্যনতুন ফিচার যুক্ত হচ্ছে। সেকারনে এগুলো আগের চেয়ে বেশি হার্ডওয়্যার রিসোর্স ব্যবহার করে। যেমন আগের চেয়ে বেশি র্যাম, স্টোরেজ এবং প্রসেসিং পাওয়ার ব্যবহার করে।
কিন্তু এসব সফটওয়্যার বা গেইম আপডেট এর সাথে সাথে আমরা আমাদের হার্ডওয়্যার আপডেট করিনা তাই সফটওয়্যার গুলো আগের চেয়ে তুলনামূলক স্লো রান করে।
shikhakhatun publisher