কম্পিউটার দোকানের কম্পিউটারগুলো এত দ্রুত কিভাবে চলে? পার্সোনাল কম্পিউটার এই ধরনের স্পিড ধরে রাখতে কী করনীয়?

1 Answers   12.2 K

Answered 3 years ago

কম্পিউটারের স্পিড নির্ভর করে এর স্পেসিফিকেশনের উপর। মানে কম্পিউটারের প্রসেসর, র‍্যাম, স্টোরেজ ড্রাইভ ইত্যাদির উপর। দোকান বা বাসার কম্পিউটার বলে নির্দিষ্ট কিছু নেই। যার কম্পিউটারের স্পেসিফিকেশন যত ভালো, তার কম্পিউটার তত স্মুথ চলবে। আপনার কম্পিউটার স্লো মনে হলে খুঁজে বের করুন কোন কম্পোনেন্ট এর অভাব বা কারণে কম্পিউটার স্লো হচ্ছে। টাস্ক ম্যানেজার চেক করে দেখবেন স্বাভাবিক কাজ করার সময় কোন জিনিসটি ১০০% ব্যবহার হচ্ছে। যদি সেটা আপনার হার্ডডিস্ক হয়, তাহলে কম্পিউটারে একটা SSD লাগাতে হবে, আর যদি র‍্যাম হয় তাহলে র‍্যাম বাড়াতে হবে। যদিও প্রসেসর ১০০% ব্যবহার হবার চান্স কম, কারণ প্রশ্ন দেখে ধারণা করছি টুকটাক কাজ ছাড়া কম্পিউটার ব্যবহারের অভিজ্ঞতা নেই আপনার।


Romzan Reza
romzanreza
535 Points

Popular Questions