কম্পিউটার জেনারেশন কী?

1 Answers   8.2 K

Answered 2 years ago

কম্পিউটার জেনারেশন বলতে আপনি প্রসেসর জেনারেশন বুঝিয়েছেন বলে ধরে নিচ্ছি।

প্রসেসর জেনারেশন বলতে প্রসেসরটিতে কতটা আধুনিক ও উন্নত প্রযুক্তি ব্যাবহার করা হয়েছে তা বোঝানো হয়ে থাকে। যে প্রসেসরের জেনারেশন সংখ্যা যতো বেশি সেই প্রসেসরে ব্যাবহৃত প্রযুক্তি ততো আধুনিক ও প্রসেসরটি ততো বেশি ভালো বলে বিবেচিত হয়। ইনটেল সাধারণত প্রতিবছর নতুন নতুন জেনারেশনের প্রসেসর বাজারে নিয়ে আসে। বর্তমানে বাজারে ইনটেল ১১ জেনারেশনের প্রসেসর পাওয়া যাচ্ছে।

তাই প্রসেসর কেনার সময় সবসময় আধুনিক ও লেটেস্ট জেনারেশনের প্রসেসর কেনা উচিৎ। এতে কম্পিউটারে সর্বোচ্চ পারফরম্যান্স পাওয়া যায়। তবে বাজেট কম থাকলে অনেকসময় আমাদের পুরাতন জেনারেশনের প্রসেসর নেওয়া ছাড়া অন্য কোনো উপায় অবশিষ্ট থাকে না।


Abu Huraira
abuhuraira
267 Points

Popular Questions