Answered 2 years ago
কম্পিউটার বলতে আপনি প্রসেসর বুঝাচ্ছেন সম্ভবত। যদিও অন্যান্য কম্পোনেন্ট এতো গরম হয়না। সাধারণত সিপিউ এবং জিপিউ বেশি গরম হয় তাই এগুলো নিয়েই উত্তর দিচ্ছি।
১০০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ইমিডিয়েট কোনো সমস্যা হবেনা। এর উপরে উঠবেও না, সাধারণত ১০০ ডিগ্রি সেলসিয়াস এর উপরে উঠার আগেই কম্পিউটার থার্মাল শাটডাউন করবে আপনার কম্পিউটারকে সেইফ রাখার জন্য। প্রতিদিন ব্যবহারে সিপিউ এবং জিপিউর তাপমাত্রা সবসময় সর্বোচ্চ ৭০-৮০ ডিগ্রি সেলসিয়াস থাকলে কোনো সমস্যা নেই। তবে এর চেয়ে বেশি হলে কম্পোনেন্টের আয়ু কমে যাবে। অনেক সময় টেম্পারেচার কয়েক সেকেন্ডের জন্য ৯০-১০০ ডিগ্রি সেলসিয়াস উঠে যেতে পারে তবে এক্ষেত্রে কোনো সমস্যা হবেনা।
romzanreza publisher