কম্পিউটার এর কোন কোন স্কিল গুলো আমাকে অন্যদের থেকে এগিয়ে রাখতে পারে বলে আপনি মনে করেন?

1 Answers   5.7 K

Answered 1 year ago

সম্পর্কিত একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার এমন কী জানেন, যা কম্পিউটার ব্যবহার করেন, এমন ব্যক্তিদের আতঙ্কিত করবে? সকল সফটওয়্যার ইঞ্জিনিয়ার যে সব কিছু জানেন এমন নয় | তবে যেসব সফটওয়্যার ইঞ্জিনিয়ারগণ অপারেটিং সিস্টেম বা OS এবং কম্পিউটার নেটওয়ার্কিং নিয়ে ভালো জ্ঞান রাখেন তারা আসলেই সাধারণ কম্পিউটার ব্যবহারকারীর জন্য আতঙ্কিত হবার মতো কিছু করতে পারেন | *** যেমন ধরুন আপনি হয়তো নিয়মিত কম্পিউটার এর স্টার্ট মেনুর run command ব্যবহার করে recent , temp , tree ইত্যাদি কাজ করে থাকেন | একজন ইঞ্জিনিয়ার চাইলে আপনার কম্পিউটার এর সেই চেনা run command কে ভুয়া অন্য কোনো প্রোগ্রাম দ্বারা প্রতিস্থাপিত করতে পারেন যেটা কিনা আপনি run command হিসেবে ওপেন করা মাত্রই তার পছন্দের যেকোনো প্রোগ্রাম কে চালিয়ে দিবে এবং তার উদ্দেশ্য হাসিলের কাজে ব্যবহার করবে | *** আবার হতে পারে আপনি কোনো প্রয়োজনীয় কাজের প্রোগ্রাম আপনার কম্পিউটার এ সেটআপ করেছেন ইন্টারনেট থেকে নামিয়ে নিয়ে যেটি কিনা কোন এক সফটওয়্যার ইঞ্জিনিয়ার কিছুটা বদল করে (reverse engineering), মানে ভেজাল মিশিয়ে ইন্টারনেট এ রেখেছিলেন | তাতে যেটা হবে সেটার কারণে আপনি ওই মূল প্রোগ্রামটার সাথে কিছু বাড়তি জিনিস ও পেয়ে যাবেন যেটা মূল প্রোগ্রামটার সাথে ছিলোনা | এই সব বাড়তি প্রোগ্রাম সাধারণত আপনার কম্পিউটার এর সেটআপ হওয়া প্রোগ্রাম এর তালিকায় দেখায় না, ফলে আপনি বুঝতেও পারেন না অন্তরালে কি ঘটে চলেছে | *** এমন ও হতে পারে, যেখানে সফটওয়্যার ইঞ্জিনিয়ার এর তৈরী করা কোন প্রোগ্রাম আপনার কম্পিউটার এ সেটআপ থাকবে কিন্তু আপনি সেটা কখনোই দেখতে বা বুঝতে পারবেননা (কিভাবে হয় সেটা আগের ধাপেই বলেছি) যার মাধ্যমে আপনার কম্পিউটারকে বাধ্যতামূলক বিজ্ঞাপন (adware) দেখানো, আপনার ইন্টারনেটে বিচরণের গতিবিধি পর্যালোচনা (spyware), এমনকি আপনি কোথায় কি টাইপ করছেন (keylogger) সেটা রেকর্ড করে অন্যত্র কোন ঠিকানায় পাঠানো | *** আপনি হয়তো ফেইসবুক বা ইউটিউব এ বেশি সময় কাটান, একজন ইঞ্জিনিয়ার যদি আপনার কম্পিউটার এর হোস্ট (host) ফাইল কে বদলে তার পছন্দের কোন সাইট এ নির্দেশিত করেন তাহলে আপনি কখনোই ঐ ওয়েবসাইট এ ঢুকতে পারবেননা | *** আপনার কম্পিউটার এর DNS নির্দেশিকা পরিবর্তন করে এমন কোন প্রোগ্রাম যদি আপনার কম্পিউটারে কোন সফটওয়্যার ইঞ্জিনিয়ার সেটআপ করতে পারেন তাহলে আপনার ব্রাউজার জোরপূর্বক অনর্থক কিছু ওয়েবসাইট এ redirect হবে | *** কিংবা হতে পারে কোন এক প্রোগ্রাম যেটা আপনি জেনে বা বুঝে আপনার কম্পিউটার এ ওপেন করেছেন যা কিনা আপনার পুরো হার্ড ডিস্ক এ থাকা সব data বা তথ্যকে এনক্রিপ্টেড করে ফেলতে পারে | তখন আপনি আর কখনোই ঐ তথ্যকে ওপেন করতে পারবেননা, যতক্ষণ ঐ এনক্রিপশন এর ডিক্রিপশন না করতে পারেন | আর তা করতে গেলে আপনাকে সেটার ডিক্রিপশন কী (key) জানা ছাড়া উপায় নেই | Wanna Cry এর প্রকৃষ্ট উদাহরণ | ফলে আপনার কম্পিউটার এ আপনিই এলিয়েন হয়ে যেতে পারেন | *** কিংবা হতে পারে এমন কোন প্রোগ্রাম যেটার সংকেত এমনভাবে লেখা যা আপনার কম্পিউটার এ খোলা মাত্রই তাকে ব্যবহার অনুপযোগী করে তুলবে মানে আপনার কম্পিউটার hang up হয়ে যাবে |এর কারণ তাতে RAM ও Processor এর ১০০ ভাগ কার্যক্ষমতা দখল এর সংকেত লেখা থাকে | ... এভাবে আরো শত শত কারণ আছে যা কম্পিউটার ব্যবহার করেন, এমন ব্যক্তিদের আতঙ্কিত করবে | বিঃদ্রঃ প্রোগ্রাম বলতে সফটওয়্যার কে বোঝানো হয়েছে |
Nayeem Khan
Nayeem Khan
558 Points

Popular Questions