কম্পিউটারের মাদারবোর্ড পরিবর্তন করলে কি ম্যাক এড্রেস পরিবর্তন হয়?

1 Answers   4.7 K

Answered 2 years ago

কম্পিউটর মাদারবোর্ড এ বিল্টইন নেটওয়ার্ক কার্ডগুলির ম্যাক এড্রেস পরিবর্তন হবে। এছাড়া পিসিআই স্লট, ইউএসবি ল্যান কার্ড এগুলি পরিবর্তন হবে না।

অনেক আইএসপি প্রতিষ্ঠান ম্যাক এড্রেস নির্ভর ইন্টারনেট বিতরন করেন। এক্ষেত্রে মাদারবোর্ড পরিবর্তন হলে আপনার ইন্টারনেট সার্ভিসিং বন্ধ হয়ে যাবে।

সাময়িক সমাধন করা যায় ম্যাক ক্লোনিং সফ্টওয়ার টুলস দিয়ে।

যা করতে হবে:

পূর্বের ম্যাকটি কপি করে রাখতে হবে। নতুন মাদারবোর্ড এর ম্যাড এড্রের যায়গায় পর্বের ম্যাককে স্থাপন করতে হবে ক্লোনিং টুলস দিয়ে। অবশ্য এই ব্যাবস্থা টি অস্থায়ী । পিসি রিবুট করলে ল্যানকার্ডের অরিজিনাল ম্যাক ফিরে আসাবে।


Tusfi Tasnim
tusfitasnim
285 Points

Popular Questions