কম্পিউটারের বেসিক থেকে শুরু করে একদম এডভ্যান্স লেভেলের কাজ শিখতে টোটাল কতবছর সময় লাগবে?

1 Answers   2.6 K

Answered 2 years ago

ছবির এই বস্তুটি সবাই খুব ভালভাবে চিনেনে। সবাই ব্যাবহার করেন, বারবার ব্যাবহার করেন। হ্যাঁ, আমি কলমের কথা বলছি। এই বস্তুটি একটি ছয় মাসের শিশুর হাতে দেন, সে এটা কামড়াবে। একটি ৫ বছরের শিশুর হাতে দিলে, সে বর্ণমালা লিখবে। একজন ডাক্তারের হাতে দিবেন, সে ওষুধের নাম লিখবে। একজন ইঞ্জিনিয়ারের কাছে দিবেন, সে বাড়ির ডিজাইন করবে। একজন শিল্পপতির হাতে দিবেন, সে চেক সই করবে। একজন কবির হাতে দিবেন, সে কবিতা লিখবে। একজন বাবুর্চির হাতে দিলে, সে রান্নার প্রনালী লিখবে। একজন ব্যবসায়ীর হাতে দিলে, সে হিসাব নিকাশ লিখবে। একজন বিচারকের হাতে দিলে, সে বিচারের রায় লিখবে। মন্ত্রীর হাতে দিবেন, সে বিল পাশের জন্য সই করবে। এভাবে, একেকজনের হাতে দিলে, একেক জিনিস লিখবে।

কলমের বিভিন্ন ধরনের ব্যাবহারের কথা বলেছি। আপনি এর সব ধরনের ব্যাবহার শিখবেন। ডাক্তারে মতন প্রেসক্রিপশন লেখা, ইঞ্জিনিয়ারের মতন ডিজাইন করা, কবির মতন কবিতা লেখা, ইত্যাদি সবকিছু শিখবেন। এভাবে সবকিছু শিখতে কত বছর লাগবে?

কোন মানুষই সবকিছু শিখতে পারে না। তাই, কোনভাবেই কলমের সবধরনের ব্যাবহার শেখা যায় না।

কম্পিউটার জিনিসটা কিছুটা কলমের মতন। যে লোকটি যে বিষয়ে দক্ষ, সে সেই কাজে কম্পিউটার ব্যাবহার করে। কম্পিউটার এর সব ধরনের ব্যাবহার শেখা যায় না। কম্পিউটার এর সবকিছু শেখা যায় না।

কম্পিউটার বিভিন্ন কাজে ব্যাবহার করার জন্য, বিভিন্ন সফটওয়্যার আছে। এমন সফটওয়্যার ডিজাইন করাকে কিছুটা শিল্প-সাহিত্য, গান-বাজনা, ইত্যাদির সাথে তুলনা করতে পারেন। এটা কিছুটা সাধনা টাইপের। বিভিন্ন কম্পিউটার কোর্স করে, প্রোগ্রামিং শেখা যায়, তবে ততটুকু বিদ্যা দিয়ে সফটওয়্যার ডিজাইন করা যায় না। সফটওয়্যার ডিজাইন করার যোগ্যতা অর্জন করতে হলে, কম্পিউটার বিষয়ক বিশ্ববিদ্যালয় ডিগ্রী থাকতে হবে।


Rehena Khatun
renurekhena
411 Points

Popular Questions