কম্পিউটারের গতি বাড়ানোর জন্য কী করা দরকার?

1 Answers   10 K

Answered 2 years ago

কম্পিউটার এর গতি মূলত নির্ভর করে RAM এর bus এর গতি, Processor এর প্রসেসিং বা গণনার গতি, Motherboard চিপসেট, Disk (Hard Disk) এর রিডিং/রাইটিং স্পিড এর উপর |

যদি এগুলো কম থাকে তাহলে স্বাভাবিক ভাগে আপনার কম্পিউটার এর গতি কম থাকবে | তবে বেশ কিছু কাজ নিয়মিত করলে কম্পিউটার এর গতি কিছুটা বাড়বে বাড়তি কোনো যন্ত্রাংশ যোগ না করেই |

*** অপারেটিং সিস্টেম বা OS ডিস্ক এর যে ড্রাইভ এ (সাধারণত C ড্রাইভ এ থাকে) সেটআপ আছে সেটিতে যথেষ্ট পরিমাণ জায়গা খালি রাখা |

*** হার্ড ডিস্ক নিয়মিত ডিফ্রাগমেন্ট (defragment) করা, বিশেষ করে C ড্রাইভ |

*** উইন্ডোজ আপডেট নিজে নিজে যে ফাইল গুলো নিয়মিত ডাউনলোড করে সেগুলো নিয়মিত পরিষ্কার/ডিলিট করা | আপনি C ড্রাইভ এ মাউস এর ডানের বোতাম চেপে properties > Disk Cleanup > Clean up sytems files থেকে Windows upgrade log files এবং Temporary Windows installation files চেক বক্স টিক দিয়ে OK চাপলে এই ফাইল গুলো ডিলিট হতে থাকবে |

*** Third Party বা আলাদা এন্টিভাইরাস সফটওয়্যার ব্যবহার না করে উইন্ডোজ এর সাথে ডিফল্ট হিসেবে যে ডিফেন্ডার এন্টিভাইরাস আছে সেটাই আপডেট রেখে ব্যবহার করা | কারণ আলাদা এন্টিভাইরাস ব্যবহার করলে সেটা RAM এর একটা বড়ো অংশ দখল করে থাকে |

*** অপ্রয়োজনীয়/অব্যবহৃত ইনস্টল প্রোগ্রাম আনইনস্টল করে ফেলা |

*** একসাথে অনেক প্রোগ্রাম ব্যবহার না করা |

*** একসাথে ব্রাউজার এ অনেক ট্যাব ওপেন না করা |

*** পারলে গুগল ক্রোম ব্যবহার না করে opera বা অন্য কোন ব্রাউজার যেটা RAM কম ব্যবহার করে এমন ব্রাউজার ব্যবহার করা |

*** নিয়মিত temporary বা recent এ জমে থাকা ফাইল ক্লিন রাখা |

চাইলে ফ্রি এই ছোট Wise Disk Cleaner সফটওয়্যার টি ব্যবহার করতে পারেন যেটা দিয়ে উপরে বলা অনেক কাজই করে ফেলতে পারবেন |

আর যদি আপনার কম্পিউটার এ কোন যন্ত্রাংশ পরিবর্তনের কথা চিন্তা করেন তাহলে প্রথমে একটি SSD লাগাতে পারেন যেটাতে শুধু আপনার OS ইনস্টল থাকবে মানে C ড্রাইভ হিসেবে ব্যবহার করবেন | অন্য হার্ড ডিস্কটি আপনার অন্যান্য ফাইল রাখার স্টোরেজ হিসেবে ব্যবহার করবেন | তারপর RAM লাগানোর সুযোগ থাকলে অতিরিক্ত একটা RAM লাগিয়ে নিবেন | তাহলেই আশা করি আপনার কম্পিউটার এ গতি অনেকটা বাড়বে |


Rocky Ahmed
rockyahmed
185 Points

Popular Questions