কপি ফোনগুলি ব্যবহারে কী ধরনের অসুবিধা হয়?

1 Answers   10.6 K

Answered 3 years ago

সুবিধাই তো দেখছিনা অসুবিধা ছাড়া!

ক্লোন আইফোন গুলোর কথাই যদি বলি,

বাজারে এগুলো পানির দামে পাওয়া যায়,

সখ করে একবার কিনে মাথায় হাত

একি গার্বেজ কিনে আনলাম টাকা দিয়ে,

অহ কিছু সুবিধা আছে

১.শো অফ

২.শো অফ

৩.টাইম দেখা

৪.শো অফ

আর অসুবিধা গুলো হচ্ছে,

১.চোখের পলকে ব্যাটারির চার্জ শেষ হয়ে যায়

২.র‍্যাম,রম যতটা বলা হয় তার অর্ধেক ও থাকেনা

৩.একের অধিক ক্যামারার ফোন গুলোর প্রাইমারি সেন্সর ছাড়া বাকি গুলো সব ফেক সেন্সর দেয়া থাকে

৪.এপ ওপেন করতে অনন্তকাল লেগে যায়

ইত্যাদি ইত্যাদি!!!


Nayeem Khan
Nayeem Khan
558 Points

Popular Questions