কপি পেস্ট নামে একটা কাজ আছে যেটা অনলাইনে করে টাকা ইনকাম করা যায়। এটা আমি কিভাবে করতে পারি? কেউ বলতে পারবেন কি?
0
0
1 Answers
8.7 K
0
Answered
1 year ago
আমি যদি নিজের মত করে বলি তবে কপি-পেস্টিং একটা অ্যাকশন, একটা কাজের নামের চেয়ে এভাবে ভাবলে বেশি সুবিধা হয়। কপি-পেস্টিং অনেক সহজ কাজ হলেও যা জানা দরকার তা হচ্ছে আপনার প্রফেশনালিজম। একজন লোক তার কাজ এমন কাওকে দিয়ে করাতে চাইবে না যে শুধু সহজ কাজের দিকে গুরুত্ব দিবে। তাই কাজে নামার আগে আপনার অবশ্যই কিছু কাজের বেশ খানিক চর্চা+আয়ত্ত থাকতে হবে। তা হতে পারে, ডাটা এন্ট্রি, ওয়েব রিসার্চ, গুগল রিভিউ দেয়া ইত্যাদি। শুরুতে ডিরেক্ট ক্লায়েন্ট পেতে নাও পারেন এক্ষেত্রে লোকাল কোন সিনিয়রের কাজগুলো করে দিতে হবে, যদিও এতে খুব বেশি টাকা উপার্জন সম্ভব বলে মনে হয়না। যাইহোক, আপনার কাজের দক্ষতা বারার সাথে সাথে আপনি রিলেটেড কাজের জন্য ক্লায়েন্ট খুজে নিজে অফার করতে পারেন। এ বিষয়ে অনেক টিউটোরিয়াল পাবেন অনলাইনে।
ধন্যবাদ।
sohanurrahaman publisher