কথা গুছিয়ে না বলতে পারার কারণ কী?

1 Answers   10.7 K

Answered 2 years ago

মানুষের সাথে সুন্দর করে গুছিয়ে কথা বলার অনেক ভাল দিক রয়েছে। গুছিয়ে কথা বলার মাঝে একটা সৌন্দর্য রয়েছে। এতে করে শ্রোতাদের কাছে জনপ্রিয় হওয়া যায়। কিন্তু এই গুছিয়ে কথা বলার আর্ট টা আমরা অনেকেই রপ্ত করতে পারিনা। অনেক কারন রয়েছে, তার মধ্যে কয়েকটি উল্লেখ করা যেতে পারে- ১। তাড়াহুড়া করা বা দ্রুত কথা বলা। এতে করে অনেক সময় আমরা নিজেরাই বুঝিনা আসলে কি বলতেছি। ২। নেতিবাচক চিন্তা করা। যেমনঃ আমি কথাটা বললে মানুষ কি বলবে এমন দ্বিধায় পরা। ৩। আস্তে আস্তে কথা না বলা। স্লোলি কথা বললে সময় পাওয়া যায় গুছিয়ে বলার। ৪। যেই বিষয়ে কথা বলতে হবে সেই সম্পর্কে পূর্ণাঙ্গ ধারনা না থাকা। ৫। আমরা সব সময় আঞ্চলিকতা প্রাধান্য দেই , ফলে কথা বলার ধরন পরিবর্তন করতে পারিনা। ৬। আত্মবিশ্বাসের ঘাটতি থাকা । ৭। বিতর্ক শোনার মাধ্যমে গুছিয়ে কথা বলার ধরন আয়ত্ত্বে আসতে পারে। আপাতত আর মনে পড়ছেনা। অনেকের সাথে হয়ত আমার ধারনা নাও মিলতে পারে। ভাল লাগলে আপভোট দিতে ভুলবেন না।
Megla Akash
meglaakash
299 Points

Popular Questions