Answered 2 years ago
উত্তরটা হওয়া উচিত ছিল- কোন সাল বা কবে থেকে ভারতের স্বাধীনতা সংগ্রামের সূচনা হয়েছিল। কারণ এটা কোন জন্মদিন বা ঐ ধরনের দিন নয়। প্রথমে মতৈক্য, তার জনমত, জনসংগঠন - এগুলো কোন বিশেষ দিনে হয় না, তাছাড়া এটা একটি অঞ্চলে কেন্দ্রীভূত নয়, বিভিন্ন অঞ্চলে শুরু হয়।
প্রথম স্বাধীনতা সংগ্রাম শুরু হয়েছিল বঙ্গ, বর্তমান ঝাড়খণ্ড ও বিহারের সাঁওতালদের মধ্যে। কানু সিধু র নেতৃত্বে প্রকাশ্য বিদ্রোহ র সূচনা হয় 1855 সালের জুন মাসে। ১৮৫৫ খ্রি. ৩০শে জুন প্রায় ত্রিশ হাজার সাঁওতাল কৃষকেরা বীরভূমের ভগনডিহি থেকে সমতলভূমির উপর দিয়ে কলিকাতাভিমুখে পদযাত্রা করেন। এটাই প্রথম গণপদযাত্রা। স্বাধীন হুল রাষ্ট্রের দাবীতে সাঁওতাল বিদ্রোহ।
এর পরের টা মুন্ডা বিদ্রোহ ছিলো ব্রিটিশ শাসনাধীন ভারতে উনিশ শতকের প্রথমাংশে সংঘটিত একটি আদিবাসী কৃষক বিদ্রোহ। বিরসা মুন্ডার নেতৃত্বে ১৮৯৯-১৯০০ সালে এই বিদ্রোহ সংগঠিত হয়। রাঁচির দক্ষিণাঞ্চলে সৃষ্ট এই বিদ্রোহকে মুন্ডারি ভাষায় বলা হয় 'উলগুলান'; যার অর্থ 'প্রবল বিক্ষোভ'। এই বিদ্রোহের মূল লক্ষ্য ছিল মুন্ডা রাজ ও স্বাধীনতা প্রতিষ্ঠা।
এরপরে অখন্ড ভারতের সশস্ত্র বিপ্লবের সূচনা অরবিন্দ ঘোষ, তার ভাই বারীন ঘোষ ও স্বামী বিবেকানন্দের সর্বকনিষ্ঠ ভাই ডঃ ভূপেন্দ্র নাথ দত্ত র নেতৃত্বে। এনাদের বিপ্লবী গুরুমাতা ভগ্নী নিবেদিতা যিনি ঐ তিন নেতাসহ যুবকদের মধ্যে ভারতীয় জাতীয়তা বোধ জাগ্রত করেন।
কিছু কপট ভেকধারী কৌপিন পরিহীত সন্যাসী ও কিছু সুবিধাভোগী ধূর্ত ব্যক্তি সন্ন্যাসীর মুখোশ পড়ে লুঠতরাজ চালিয়ে ব্যক্তিগত সম্পদ বৃদ্ধি করেছিল।
1857 সালে সিপাহীদের বিদ্রোহ ইংরেজ শাসকদের বিরুদ্ধে বিদ্রোহ হলেও স্বাধীনতা সংগ্রাম বিদ্রোহ নয়। কারণ এদের স্বাধীনতা প্রাপ্ত লক্ষ্য ছিল না। মূল কারন
গুজব রটে - মীরটে আনা সাম্প্রতিক এনফিল্ড বন্দুকের কার্তুজে গরু ও শূকরের চর্বি আছে যদিও এটা একটা উপলক্ষ। আসল কারণ :-
একই পদমর্যাদার ইওরোপীয়ান সৈন্যদের র বেতন, ভাতা, পেনশন, প্রমোশন ভারতীয় সৈন্যদের থেকে বেশি।
1856 সালে বিধবা বিবাহ আইন উচ্চ বর্ণের হিন্দু সৈন্যদের মধ্যে ইংরেজদের বিরুদ্ধে অসন্তোষ সৃষ্টি করেছিল।
তাহলে হুল বিদ্রোহ, মুন্ডা বিদ্রোহ অবহেলিত কেন ?
এদের জোটবদ্ধ সংগ্রাম ইংরেজদের কাছে বিপজ্জনক ছিল, তাই ইংরেজ ঐতিহাসিক রা এগুলোকে প্রচারের আলোয় আনে নি।
ভারতীয় সমাজ ব্যবস্থায় আদিবাসীরা বরাবরই অবহেলিত। তাই বর্ণের হিন্দু ঐতিহাসিক রা এদের আন্দোলন/সংগ্রাম কে উপেক্ষা করেছিল। অপরদিকে মঙ্গল পান্ডে কিন্তু ব্রাহ্মণ ছিল।
imtiyazahmed publisher