Answered 2 years ago
প্রশ্নটি কেবল না বোঝার কারনেই জটিল । ছোট করে বলছি ।
এখানে যার যার ধর্মও বিরাট ভূমিকা রাথে । আপনার আমার বিয়ে কিন্তু সংসদে হয় না । আত্বীয় স্বজন মুরুব্বিদের মতবাদে বিয়ের রীতি প্রচলিত । সরকারি, সামাজিক বা আন্তর্জাতিক নিয়মের তোওয়াক্কা খাটে না যেমন Love Marriage কার নিয়মে হচ্ছে ?
ধর্মঃ
যার যার ধর্মের একটা নিয়ম নীতি অবশ্যই আছে । ইসলাম ধর্মঃ -
প্রাকৃতিক ভাবে ১১ ~ ১৪ বয়সের মধ্যে বীর্যপাত হলে —
মেয়েদের ৯ ~ ১১ বছর বয়সের মধ্যে মাসিক হলে ঊভয়েই বিয়ের উপযুক্ত হয় এবং তাদের উপর আল্লাহ পাকের সব বিধানই ফরজ বলে গণ্য হয় । এখানে বাল্য বিবাহ স্বাস্থবীধি মানাটা শরিয়ত বিরোধী ।
অন্য ধর্মের ক্ষেত্রেও নিয়ম নীতি বিদ্যমান
ahmedsopno publisher