Answered 2 years ago
যখন ক্ষুধা লাগবে তখন খেতে হবে। তবে খেতে হলে অবশ্যই ব্যবস্থা করা লাগবে। আর তার জন্য উপার্জন । তবে আপনার বিয়ের বয়স হয়েছে, আপনি কর্মিক, সামর্থ্যবান,তাহলে আপনার পরিবারের দায়িত্ব আপনার ফরজ আদায় করা।
তবে আপনার যদি স্ত্রীর ভরণপোষণ, মোহরানা দেওয়ার সামর্থ্য না থাকে তাহলে রোজা রাখা আবশ্যক। আর দ্রুত কর্মসংস্থান সৃষ্টি করা।
মেয়ে হলে ১৬+ হলে সে বিবাহউপোযুক্ত, আর ছেলে হলে ২২+ মনে করি।
Piku publisher