এই মুহূর্তে আমি ১৫০০০ টাকা পেলে পৃথিবীর সুখী মানুষদের মধ্যে একজনে পরিণত হবো। খুব পরিচিত একজনের কাছ থেকে ১০০০০ টাকা ধার নিয়েছি। অনেক দিন হয়েছে ঐ টাকা দিতে পারছি না। উনিও আমার কাছে চাইছে না। উনি জানেন আমি বর্তমানে খুব অভাবে আছি। তাই উনি আমাকে সময় দিচ্ছেন।
আর আমিও জানি, প্রতি মাসের শেষেই উনার কিছু টাকা টান পড়ে। স্বামীর চিকিৎসা, মেয়েদের পড়ালেখার খরচ এবং নিজের সংসার খরচ- টানাটানি তো আছেই। তবুও উনি আমার কাছে টাকাটা চাচ্ছেন না। বরং আমি টাকার কথা বললে উনি যেন নিজেই লজ্জায় পড়েন।
এছাড়া বাকী টাকা দিয়ে একটা ব্লেন্ডার মেশিন কেনার ইচ্ছে। ঘরের মেশিনটা নষ্ট হয়ে গেছে। প্রতিদিন আম্মা বাটা নিয়ে বসেন। খুব কষ্ট হয়।
আমাদের মধ্যবিত্ত মানুষদের চাহিদা খুবই সামান্য। এই সামান্য চাহিদা পূরণে আমাদের অনেক ভাবতে হয়। একদিনের খাবার কখনো দুইদিন খেতে হয়। খাবার বেছে গেলে সেগুলো ফেলে না দিয়ে আবার পরের দিন খেতে বসি। রাতের ভাত সকালে গরম করে বা কোনো দিন ঠান্ডা খেতে হয়।
তবুও আমরা কারো কাছে চাইতে পারি না, আমাদের আত্মসম্মান বোধ প্রচুর। তাই চাইতে গেলে আমরা দ্বিধায় পড়ি।
Bristy publisher