কত টাকা মাসিক আয় করলে বিয়ে করতে সমস্যা হবে না?

1 Answers   12.3 K

Answered 2 years ago

আপনি দেখছি খুবই দায়িত্বশীল একজন মানুষ। বিয়ের আগেই বিয়ের পরবর্তী হিসেব-নিকেশ করে ফেলেছেন। আপনার দাম্পত্য জীবন সুখী হওয়া থেকে কেউ আটকাতে পারবেনা। তাহলে চলুন দেখে নেওয়া যাক একটি সুখী দাম্পত্য জীবন ভালো করে নির্বাহ করতে গেলে মাসিক কত টাকা খরচা হতে পারে…


মুদিখানা এবং দ্রব্যাদি: 3500

মাছ মাংস: 3000

আনাজ এবং সবজি: 1500

ইলেকট্রিক বিল: সর্বোচ্চ 1000

রান্নার গ্যাস: 800 টাকা

মোবাইল রিচার্জ এবং টিভি রিচার্জ: 800 টাকা

ঘর সাজানোর জিনিসপত্র: 500 টাকা

স্ত্রী'র সাজগোজের প্রসাধনী দ্রব্য: 2000 টাকা

স্থানীয় বিনোদন এবং শখ পূরণ: 1000 টাকা

জামা কাপড় এবং অনলাইন কেনাকাটা: 2000 টাকা

বাইক অথবা গাড়ির জ্বালানি খরচা: 2000 টাকা

অপরিকল্পিত খরচা(যেমন গাড়ি বাইকের আপৎকালীন সংরক্ষণ ঘরের কোন জিনিসের সংরক্ষণ এবং যে খরচ আপনি আগে থেকে অনুমান করতে পারেননি): 2000 টাকা, আপনি মানুন নাই মানুন প্রতিমাসে এরকম কিছু খরচা আপনার হয়েই যাবে।

হাত খরচা: 1000 টাকা

সর্বমোট: 21,100 টাকা (আনুমানিক)

$$$: সকল খরচায় আনুমানিক এবং বর্তমান দ্রব্যমূল্যের বিবেচনা করা হয়েছে। আপনার এলাকার খরচ এর থেকে কম বেশী হতেই পারে।

21 হাজার টাকার মতো আপনার যদি মাসিক আয় হয়ে থাকে, তাহলে একটি মধ্যবিত্ত পরিবারের মতো দাম্পত্য জীবন যাপন করতে আপনার কোন সমস্যা হবে না। আশা করি এই তথ্য আপনাকে বিবাহ সম্বন্ধিত সিদ্ধান্ত নিতে সাহায্য করবে।

Rocky Ahmed
Rocky Ahmed
516 Points

Popular Questions