কতদিন ইনএকটিভ থাকলে ফাইভার /আপওর্য়াক একাউন্ট / ফ্রিল্যান্সার একাউন্ট এ কাজেআসে না বা ডিলেট করা উচিত?
0
0
1 Answers
2.5 K
0
Answered
1 year ago
সম্পর্কিত
ফাইভারে ভিন্ন নামে একটি ডিভাইস থেকে কয়টি একাউন্ট খোলা যায়?
ফাইবারে একটি ডিভাইস কিংবা একটি IP দিয়ে একাধিক একাউন্ট খোলা যায়! তবে কিছু ব্যাপার রয়েছে এখানে।
ফাইবার হেল্প সেন্টারে কথা বলেছি। ফাইবার জানিয়েছে একই ডিভাইস কিংবা একই IP দিয়ে একাধিক একাউন্ট খোলা যাবে, তবে একই ধরনের সার্ভিস দেওয়া যাবে না!
আমি আরও ক্লিয়ার করার চেষ্টা করছি।
ধরুন, দুই ভাই- রহিম আর করিম।
এখন আপনাদের বাড়িতে একটি কম্পিউটার, আর একটি WiFi লাইন। অর্থাৎ, আপনাদের IP ও সেইম।
এখন, দুজনেই যদি ফাইবারে কাজ করে থাকে, তাহলে দুজনকে ২ টি ভিন্ন পথ বেছে নিতে হবেঃ
আলাদা পিসি, IP ব্যাবহার করতে হবে
অথবা, আলাদা সার্ভিস দিতে হবে
অর্থাত, ধরলাম রহিম একজন ওয়েব ডেভেলপার।
এক্ষেত্রে, করিম কখনোই ওয়েব ডেভেলপমেন্ট সার্ভিস দিতে পারবে নাহ!
এই ভাবে, যদি দুই জন আলাদা আলাদা কাজ করে, তাহলে কোন সমস্যা নাই।
মানে, রহিম ওয়েব ডেভেলপমেন্ট করে, আর করিম করে গ্রাফিক্স ডিজাইন।
যদি এমন হয়, তাহলে তারা একই ডিভাইজ, একই IP ব্যাবহার করতে পারবে।
aariv publisher