কতটুক নৈতিক বিপর্যয় হলে ডিবি পুলিশ করোনার মত বিপর্যয়ে একজন ছোটোখাটো ব্যাবসায়ীর কাছে দশ লাখ টাকা চাঁদা দাবী করে? তাদের এত নিচে নামার মুল কারন কী? এর দীর্ঘমেয়াদি প্রতিকার কী?

1 Answers   13.1 K

Answered 2 years ago

গাছের মাথা নাই! গোড়ায় প্রতিকার নাই! এটা জাতীয় সমস্যা! আম্পানে যে রাস্তার কার্পেটিং কাগজের মত ভেসে যায় তার কন্ট্রাক্টার, ইঞ্জিনিয়রের যে দোষ পুলিশেরও সেই দোষ! দুর্নীতির ঝড়ে উড়ছে জাতি। বেশীর ভাগ মানুষ নিজের বৈধ আয়ের প্রতি কোন ভরসা করে না। সমাধান আমার জানা নাই। আমার জেনে লাভও নাই।


Deloar Mahmud
Deloar Mahmud
647 Points

Popular Questions