Answered 2 years ago
গাছের মাথা নাই! গোড়ায় প্রতিকার নাই! এটা জাতীয় সমস্যা! আম্পানে যে রাস্তার কার্পেটিং কাগজের মত ভেসে যায় তার কন্ট্রাক্টার, ইঞ্জিনিয়রের যে দোষ পুলিশেরও সেই দোষ! দুর্নীতির ঝড়ে উড়ছে জাতি। বেশীর ভাগ মানুষ নিজের বৈধ আয়ের প্রতি কোন ভরসা করে না। সমাধান আমার জানা নাই। আমার জেনে লাভও নাই।
Deloar Mahmud publisher