কখন আপনার মনে হয়েছিল আপনি আর ছোট নেই, বড় হয়ে গেছেন?
0
0
1 Answers
8.7 K
0
Answered
1 year ago
তখনকার দিনে পর্ণগ্রাফি (আমরা বন্ধুরা ডাকতাম ‘সামাজিক সিনেমা’ নামে) এতটা সহজলভ্য ছিল না।
সিডি ক্যাসেট ভাড়ায় এনে বা কিনে সংগ্রহ করে টিভি সেটের সাথে সিডি প্লেয়ার সংযুক্ত করে গোপন জায়গার ব্যবস্থা করে পর্ণগ্রাফি দেখার আয়োজন করতে হতো।
দুঃসাহসিক এই যজ্ঞ অনুষ্ঠানের সাহস সবার সহসা হতো না।
ইন্টারমেডিয়েটে পড়ার সময় আমার এক বন্ধু ও তার ছোট ভাইকে বাসায় রেখে পরিবারের অন্য সদস্যরা সবাই মিলে কয়েকদিনের জন্য কোথাও বেড়াতে গিয়েছিল।
ওদের দুইজনকে নেয় নাই ওদের পড়াশুনার ক্ষতি হবে বলে!
এই খবর শোনার পর আমাদের বন্ধুমহলের ব্যাপক চিত্তচাঞ্চল্য তৈরি হলো। অনেক আলাপ আলোচনার পরে সিদ্ধান্ত নেয় হলো সবাই মিলে বহুল কাঙ্থিত ‘সামাজিক সিনেমা’ দেখবে।
যথারীতি কেউ সিডি প্লেয়ার সংগ্রহ করার দায়িত্ব নিল আর কেহ সিডি ক্যাসেটের।
আর যার বাসা তার দায়িত্ব ও কর্তব্য ঠিক হলো ঐ মাহেন্দ্রক্ষণে তার অনুজকে মাঠে ক্রিকেট খেলতে পাঠিয়ে দিয়ে ঘর বাসা খালি করা। ব্যাস!
জীবনে প্রথমবার ঐ ঘন্টা দুয়েক সামাজিক সিনেমা দেখার প্রভাবে আামার কান দিয়ে অন্তত দুই সপ্তাহ গরম ধোয়া বের হয়েছিল।
সেই দিনগুলোতে মনে হয়েছিল আমি আর ছোট নেই, বড় হয়ে গেছি।
ranikhatun09 publisher