কক্সবাজার ভ্রমণের সর্বনিম্ন খরচ কত হতে পারে?

1 Answers   8 K

Answered 2 years ago

আপনি কোথায় থেকে বলছেন জানিনা। আমি ঢাকাকে আদর্শ মান ধরে বলছি।

গাড়ি ভাড়া সর্বনিম্ন ২*৭০০ টাকা =১৪০০ টাকা

থাকা ১ দিন ১রাত ৩০০ টাকা ( পুরাতন বার্মিজ বাজার )

খাওয়া ৫০০ টাকা

গাড়ি ভাড়া লোকাল ৫০০ টাকা ( হিমছড়ি )

আনুসাঙ্গিক ৩০০ টাকা

= ৩০০০ টাকা + ১০০০= ৪০০০টাকা হলে রাজার হলে ঘুরতে পারবেন।


Tripty Khan
triptykhan
581 Points

Popular Questions