কংগ্ৰেসে এতো জ্ঞানী মানুষ থাকতে রাহুল গান্ধী বা ঐ পরিবারের লোক কেন? যখন মানুষ পছন্দ করছে না? ধরে নিতে হবে কংগ্ৰেসে নেতৃত্ব সংকট ঘনীভূত হচ্ছে?

1 Answers   5.5 K

Answered 2 years ago

সরকারি চাকরিতে একটি কথা চালু আছে,….. Dependent চাকরি। অর্থাৎ সরকারি চাকরিতে কর্মরত অবস্থায় কেউ যদি মারা যায় তাহলে তার পরিবারের নিকটতম সম্পর্কের কেউ ওই সরকারী সংস্থায় চাকরি পায়। সাধারণত ওই চাকরিজীবী মানুষটির ছেলে, মেয়ে অথবা স্ত্রী এদের মধ্যেই কেউ ওই চাকরি গ্রহণ করেন। এক্ষেত্রে প্রাপ্য চাকরি যেরকম নূন্যতম পদের (সাধারণত গ্রুপ D অথবা গ্রুপ C) হয়ে থাকে সেরকম চাকরি প্রাপকের যোগ্যতার ও তেমন মানদণ্ড থাকে না। পঞ্চম শ্রেণী থেকে দশম শ্রেণির যোগ্যতা এক্ষেত্রে যথেষ্ট।

এবার আপনি ভাবুন, যদি কোন ব্যক্তি নির্দিষ্ট প্রতিযোগিতামূলক প্রস্তুতি এবং পরীক্ষার মাধ্যমে ওই চাকরিতে যোগদান করতো তাহলে ওই পদের গুণগতমান বৃদ্ধি হবে নাকি ডিপেন্ডেন্ট চাকরির মাধ্যমে কেউ ওই পদে যোগদান করলে ঐ পদের গুণগতমান বৃদ্ধি হবে? সাধারণ বুদ্ধিসম্পন্ন কোন ব্যক্তি অবশ্যই প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে যোগদান করা ব্যক্তিকে সমর্থন করবে।

কিন্তু কোন ব্যক্তি কখনোই dependent চাকরির জন্য তার পরিবারের বাইরের কাউকে কখনোই কি নির্বাচন করবেন? করবেন না। যদি বাইরের ব্যক্তি অধিকতর যোগ্যতা সম্পন্ন হন তাও করবেন না? এক্ষেত্রে পরিবারের সুরক্ষা এবং অর্থনৈতিক সক্ষমতা সবার আগে বিচার্য বিষয়। কংগ্রেস দল এবং রাহুল গান্ধীর ব্যাপারেও এই একই ঘটনা ঘটেছে।

রাহুল গান্ধীর ঠাকুমা ইন্দিরা গান্ধী শহীদ হওয়ার মাধ্যমে তার যোগ্য সন্তান রাজীব গান্ধীকে ডিপেন্ডেন্ট চাকরির (প্রধানমন্ত্রী) জন্য নিযুক্ত করে গেছেন।

রাজীব গান্ধী ও একইভাবে শহীদ হওয়ার মাধ্যমে তার বিবাহিতা স্ত্রীকে ডিপেন্ডেন্ট চাকরির (প্রধানমন্ত্রী) জন্য নিযুক্ত করার প্রয়োজনীয় ব্যবস্থা করেছিলেন। কিন্তু ডিপেন্ডেন্ট চাকরিপ্রার্থী মাননীয়া সোনিয়া গান্ধী বিদেশিনী হওয়ায় সেই চাকরি পাওয়া থেকে বঞ্চিত থেকে গেছেন। সেই সময় তার একমাত্র অযোগ্য সন্তান রাহুল গান্ধী যোগ্য না হয়ে ওঠার কারণে সোনিয়া গান্ধী তার স্বামীর dependent চাকরি টি তার সন্তানকে হস্তান্তরিত করতে পারেননি। তবে ঐ সন্তানটি বাইরে থেকে অনেক কল কাটি নাড়ার চেষ্টা করেছিল। একবার নাকি এক বয়স্ক মানুষের (মনমোহন সিং) হাত থেকে কিছু সাংবিধানিক কাগজ নিয়ে ছিঁড়েও ফেলেছিল।

কিন্তু মায়ের (সোনিয়া গান্ধী) মন এখনো ছেলের ভবিষ্যতের চিন্তা করে কেঁদে ওঠে। মা জানে যদি এই অযোগ্য ছেলেটির কোন একটি গতি না করতে পারি তাহলে ভবিষ্যতে এ কি করে জীবন যাপন করবে? ছেলেটি মাঝে মাঝেই দেশবিরোধী কথা বলে ওঠে এবং প্রধানমন্ত্রীকে জড়িয়ে ধরে ভালোবাসে। তার মা ছেলের এইরকম পাগলামো দেখে যথেষ্ট চিন্তিত এবং উদ্বিগ্ন। এজন্য ওই মহানুভব মা দেশ এবং দশের ভবিষ্যৎকে জলাঞ্জলি দিয়ে এখনো তার অযোগ্য সন্তানের জন্য তার স্বামীর হারিয়ে যাওয়া dependent চাকরিটি জোগাড় করার চেষ্টা করে যাচ্ছেন। কিন্তু আমাদের বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এইরকম ডিপেন্ডেন্ট চাকরি বন্ধ করার সব রকম চেষ্টা করছেন। প্রধানমন্ত্রী বলছেন "রাজা সে হবে (চাকরি) যে রাজা (চাকরি) হওয়ার যোগ্য"। এজন্য মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ।

Administrator
admin
0 Points

Popular Questions