২৮ শে ডিসেম্বর ১৮৮৫, তৎকালীন বোম্বে বর্তমানে মুম্বাই নগরের গোকুল দাস তেজপাল সংস্কৃত কলেজে, প্রথম সভাপতি নির্বাচিত হন উমেশ চন্দ্র ব্যানার্জি (U.C.Bonnerjee), মোট ৭২ জন প্রতিনিধি ছিলেন, ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা সদস্য হিসাবে বাকি ভারতীয় রা ছাড়া উল্লেখযোগ্য ভুমিকা নিয়েছিলেন ICS (Indian Civil Service Officer Allan Octovian Hume (1829 - 1912) , Alan Octovian Hume কে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রাণপুরুষ বলা যায়, কারণ একজন চিন্তাবিদ, অধ্যাপক ও প্রশাসক হিসাবে অত্যন্ত পরিশ্রমে ব্রিটিশ এবং ইংরাজি শিক্ষিত ভারতীয় জনসাধারণের এবং তৎকালীন ভাইসরয় Lord Dufrin (Earl of Duffrin) (1826 - 1902) ভারতীয় জাতীয় কংগ্রেসে প্রতিষ্ঠার সম্মতি আদায়ে সমর্থ হন। যদিও Lord Duffrin , Alan Octovian Hume কে ব্যাক্তিগত ভাবে এই উদ্যোগের জন্য 'নির্বোধ' মনে করতেন। হিউম ছাড়া ও আরও দুজন ICS Officer (Sir William Wooderburn এবং Sir John Jardine ) দুজনেই স্কটিশ অভিজাত ব্যারন , এঁদের এবং দেশীয় উচ্চশিক্ষিত ভারতীয়দের সাহায্য ছাড়া, ভারতীয়দের সমস্যা ব্রিটিশ ঔপনিবেশিক সরকারের কাছে তুলে ধরার জন্য এই মঞ্চ টির প্রতিষ্ঠা আদৌ সম্ভব হত কিনা জানা যায় না ।
mrgroot publisher