ওয়েব ডেভেলপার হওয়া ভালো নাকি ওয়ার্ডপ্রেস ডেভেলপার, কোনটা ভবিষ্যতে ভালো হবে?

1 Answers   14.2 K

Answered 2 years ago

দুইটারই ভবিষ্যত ভালো।

নেক্সট ৫-৭ বছর ওয়েবসাইট, ওয়েব এপ্লিকেশন দুইটার ডিমান্ড ই বাড়বে (এইটা আমার ধারণা) এবং তারপরে অর্থাৎ ১০ বছর পরে কি হবে সেটা এখন ধারণা করা ঠিক না। টেক দুনিয়াতে যেকোন কিছুই পসিবল। সেটা মাথায় রাখতে হবে।

এইখানে কেউ কেউ মনে করে। ওয়ার্ডপ্রেস এর ডিমান্ড বাড়লে মনে হয় ওয়েব ডেভেলপার এর ডিমান্ড কমে যাবে। এইটা মোটেও সত্যি না।

১. ওয়ার্ডপ্রেস শুরু হইছে ২০০৩ সালে। এই ২০ বছরে যেহেতু ওয়ার্ডপ্রেস ওয়েব ডেভেলপার এর ডিমান্ড কমাতে পারে নাই। তাই ধরা ই যায় নেক্সট ৫-৭ বছরেও কমাতে পারবে না।

২. ধরলাম ওয়ার্ডপ্রেস এর ডিমান্ড বাড়বে। তাহলে ওয়ার্ডপ্রেস এর জন্য যেসব থিম বানাতে হবে। যেসব থিম কাস্টমাইজেশন করতে হবে। সেগুলা কে করবে? সেগুলা বানানোর জন্য হলেও তো ওয়েব ডেভেলপার লাগবে। তাই বলা ই যায় ওয়ার্ডপ্রেস এর ডিমান্ড বাড়লে ওয়েব ডেভেলপার এর ডিমান্ড বাড়বে।

৩. কেউ কেউ মনে করে। কেউ যদি ওয়ার্ডপ্রেস দিয়ে ওয়েবসাইট বানিয়ে ফেলে। তাহলে তার তো আর ওয়েব ডেভেলপার লাগবে না। তাই ওয়ার্ডপ্রেস সাইট আসলে আর ওয়েব ডেভেলপার লাগবে না। বিষয়টা এই রকম না। বরং বেশিরভাগ ক্ষেত্রে ওরাই ওয়ার্ডপ্রেস দিয়ে সাইট বানিয়ে নেয় যারা আসলে ওয়েব ডেভেলপার হায়ার করবে না। মাসের পর মাস ডেভেলপার বেতন দিয়ে রাখবে না। তারা ছোট কোম্পানি। তাদের সাইট এর ডিমান্ড বা কাস্টম ফিচার ওতো বেশি লাগে না। তাই তারা ওয়ার্ডপ্রেস দিয়ে ওয়েবসাইট বানিয়ে ওয়েবসাইট এর কাজ চালিয়ে নেয়। সো, যারা ওয়ার্ডপ্রেস দিয়ে সাইট বানায়। তারা আদতে ওয়েব ডেভেলপার এমনিতেই হায়ার করতো না। তাই ওয়ার্ডপ্রেস ওয়েব ডেভেলপার এর চাকরি খাচ্ছে না। বরং ওয়ার্ডপ্রেস এর জন্য ওয়েব ডেভেলপার লাগতেছে।

৪. ওয়ার্ডপ্রেস দিয়ে কিছু কিছু কোম্পানি ওয়েবসাইট ইউজ করা শুরু করার পর যখন দেখে ওয়েবসাইট জিনিসটা তাদের বিজনেস এর জন্য খুব কাজে দিচ্ছে। তখন হয় তারা ওয়ার্ডপ্রেস কাস্টমাইজ করে নিতে চাইবে (সেটার জন্য ওয়েব ডেভেলপার লাগবে) না হয় নিজেদের কাস্টম ওয়েবসাইট বানাতে চাইবে। তাহলে আরো বেশি ওয়েব ডেভেলপার লাগবে

৫. ওয়ার্ডপ্রেস সব সমস্যার সমাধান দিবে না। এইজন্য বিশেষ বড় বড় কোন সাইট ই ওয়ার্ডপ্রেস দিয়ে বানানো না। আবার অনেক কমন কমন বা ছোটখাটো সাইট আছে যেগুলা প্রফেশনাল ওয়েব ডেভেলপার রেখে ডেভেলপ করা ছোট ছোট কোম্পানির খরচ দিয়ে পুষাবে না।

তাই বলা যায়-- প্রফেশনাল ওয়েব ডেভেলপার এর কাজের ক্ষেত্র আর ওয়ার্ডপ্রেস এর কাজের ক্ষেত্র একটু আলাদা আলাদা। কোনটাই কোনটার ক্ষতি করতেছে না।

ফাইনাল কথা হচ্ছে -- যেটাই শিখো। ভালোভাবে শিখো। এবং সেটাই তোমার ভবিষ্যতে কাজে লাগবে।

Saker
Saker
463 Points

Popular Questions