ওয়েব ডেভলপার আর প্রোগ্রামারের মধ্যে কার ডিমান্ড বেশী? আর সফল হওয়ার জন্য কাকে বেশি পরিশ্রম করতে হয়, প্রোগ্রামার নাকি ওয়েব ডেভলপারের?

1 Answers   12.7 K

Answered 2 years ago

ওয়েব ডেভেলপার হল সেই যে ওয়েব এর জন্য সফ্টওয়্যার ডেভেলপ করে, মানে তৈরী করে। আর প্রোগ্রামার হলে সে যে কম্পিউটার প্রোগ্রাম লেখে মানে সফটওয়্যার বানায়। সুতরাং সব ওয়েব ডেভেলপারই প্রোগ্রামার কিন্তু সব প্রোগ্রামারই ওয়েব ডেভেলপার নয়। আবার ওয়েব ডেভেলপমেন্ট এ যে শুধু প্রোগ্রামিং লাগে তা নয়। প্রোগ্রামিং এর সাথে ডিজাইন, ডাটাবেস এসবও লাগে। আবার অনেক ফ্রেমওয়ার্ক বা টুলস পাওয়া যায় যেখানে কোন প্রোগ্রামিং না করে একটা কাজ করা যায়।

যদি ওয়েব ডেভেলপার বলতে ডিজাইনার বা ওয়ার্ল্ডপ্রেস বা জুমলার মত প্লাগিন বেসড ফ্রেমওয়ার্ক সেটআপ করা বুঝানো হয় তাহলে প্রোগ্রামিং সেই তুলনায় আরও কঠিন। আর যদি ওয়েব ডেভেলপার মানে কোড লিখে ফ্রন্ট এন্ড বা ব্যাকএন্ড ডেভেলপার বুঝানো হয় তাহলে প্রোগ্রামার আর ওয়েব ডেভেলপার একই।

কাকে বেশী পরিশ্রম করতে হয় এটা আপেক্ষিক এবং ব্যক্তির ইচ্ছা, বুদ্ধি আর প্র্যাকটিস এর উপর নির্ভর করে।

Kalam Biswas
Kalam Biswas
566 Points

Popular Questions