Answered 3 years ago
আপনি Google ওয়েবসাইটে গিয়ে সেখানে আপনার ইমেল এড্রেসে এবং পাসয়ার্ড দিয়ে লগইন করলেন। তখন একটি সুযোগ থাকে যে আপনি পরের বার ওই একই ফোন বা কম্পিউটার থেকে আবার ব্যবহার করলে আবার নতুন করে লগইন করতে হবে না(Remember me on this device)। তখন ঐ ওয়েবসাইট থেকে আপনার কম্পিউটারে একটি ফাইল রাখা হয় যাতে আপনার লগইন তথ্যের সংখেটিক (hash) থাকে। এই ফাইলটিকেই কুকি বলা হয়।
যেকোন ওয়েবসাইটে গেলেই আপনার কম্পিউটারে এই কুকি নামক ফাইলটি রাখা হয় যাতে আপনি ওই ওয়েবসাইটে কি করছেন তারা জানতে পারে। সব কুকি জন্যে সেখানে আপনার লগইন করার দরকার পড়ে না। যেমন মাইক্রোসফটের কোনো ওয়েবসাইটে গেলে প্রথমেই রাখা হয় MC1Id কুকি আর লগইন করলে MS0/AnId।বিভিন্ন কুকি ফাইল বিভিন বিভিন্ন মেয়াদ থাকে তারপর তা মুছে যায়। এই কুকি কিন্তু একটি ব্রাউজার থেকে অন্য ব্রাউজারে আলাদা হয় ফলে একই ওয়েবসাইটে আলাদা ব্রাউজার থেকে গেলে দুটি আলাদা কুকি থাকবে আপনার কম্পিউটারে।
এই কুকি যেহেতু স্বল্প মেয়াদি তাই এগুলি ব্রাউজারের temporary (অস্থায়ী) ফোল্ডারে থাকে। আপনি ইচ্ছা করলে এই temporary folder/cache উরিয়ে দিতে পারেন, তখন পরেরবার ওই ওয়েবসাইটে গেলে নতুন করে কুকি রাখা হবে আপনার কম্পিউটারে।
tonmoyshek publisher