Answered 2 years ago
আপনাদের বলে রাখা ভালো যে, মোবাইলের মাধ্যমে WiFi Password হ্যাক করা কখনই সম্ভব না। কম্পিউটার বা ল্যাপটপ দিয়ে হ্যাক করা সম্ভব কিন্তু শুধু মাত্র তারাই পারবে যাদের ইথিক্যাল হ্যাকিং সম্পর্কে সম্পূর্ণ জ্ঞান আছে। তাহলে এখন কথা হচ্ছে আমরা কিভাবে আমাদের মোবাইলে বা কম্পিউটারে সেভ করা ওয়াইফাই পাসওয়ার্ড দেখব। তাহলে আসুন জেনে নেওয়া যাক।
ওয়াইফাই পাসওয়ার্ড (WiFi password hack) কিভাবে বের করব মোবাইলের মাধ্যমে:
প্রথমে আপনি আপনার WiFi সেটিং এ যান। যে WiFi টিতে আপনি সংযুক্ত হয়ে আছেন সেই WiFi টিতে আপনি ক্লিক করে কিছু সময় ধরে রাখুন। ক্লিক করে ধরে রাখলে সেখানে আপনি দুইটি অপশন দেখতে পাবেন, প্রথমটি Forget Network ও দ্বিতীয়টি Manage network setting বা Modify network। আপনি “Manage network setting বা Modify network” এই অপশনে ক্লিক করুন। তারপর আপনি “Show Advanced options” এ ক্লিক করুন।
hossainkabir publisher