Answered 2 years ago
কোনো পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্য 1 Volt হলে তার মধ্য দিয়ে 1 amp তড়িৎ প্রবাহ চলে তাহলে সেই পরিবাহীর রোধকে 1 ওহম (ohm) বলে।
উষ্ণতা ও অন্যান্য ভৌত অবস্থা অপরিবর্তিত থাকলে, কোনো পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎপ্রবাহমাত্রা ওই পরিবাহীর দুই প্রান্তের বিভব-প্রভেদের সমানুপাতিক হয় ।
কোন পরিবাহির মধ্য দিয়ে যদি 1 amp কারেন্ট প্রবাহিত হয়, উক্ত পরিবাহির দুপান্তের বিভব পার্থক্য V volt হয়, এবং রোধ যদি R ohm হয়,
তবে ওহমের সূত্রানুসারে I=V/R
অর্থাৎ V=IR
Hurairafaika publisher