ওহমসের সূত্রানুযায়ী কারেন্ট, ভোল্টেজ এবং রেজিষ্ট্যান্সের সম্পর্ক লিখুন?

1 Answers   6.2 K

Answered 3 years ago

২০-১০-২২ থেকে মডেল টেস্ট পরীক্ষা শুরু অর্থাৎ আর মাত্র ৮ দিন..🙃 এখন কী হবে অনেক অনেক অনেক পড়া📑📑📑...!!কিছুই হবে নাহ আমার😉😎 কারণ আমি সারাবছর যতটা না ফ্রি থাকি পরীক্ষার আগে তার চেয়ে প্রচন্ড ফ্রি হয়া যাই। এখন বলতে পারেন কেমনে...? হাহা আমিও জানিনা কেমনে ☺

আচ্ছা চলেন এবার আমি আমার পিচ্চি জ্ঞান নিয়ে আপনার জিঙ্গাসা টা নিয়ে এবার চিন্তা করি।

ও'মের সূত্রটা বিবৃত করেই শুরু করি

Ohm's Law:; নির্দিষ্ট তাপমাত্রায় একটি নির্দিষ্ট পরিবাহকের মধ্য দিয়ে যে তড়িৎ প্রবাহিত হয় তা পরিবাহকের দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক। ওহম বা ও'ম রে Ω, গ্রীক অক্ষর ওমেঘা দ্বারা প্রকাশ করা হয়।

বিদ‍্যুৎ প্রবাহ( Electronic Current ): পরিবাহীর যেকোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে অভিলম্বভাবে বাহ‍্যিক বলের প্রভাবে প্রতি সেকেন্ডে যে পরিমাণ বৈদ‍্যুতিক চার্জ একটি নির্দিষ্ট দিকে প্রবাহিত হয় তাকে বিদ‍্যুত প্রবাহ বলে। এটিকে i দ্বারা প্রকাশ করা হয়।

এবার ভোল্টেজ কে চিনে রাখি

ভোল্টেজ ( Voltages):ভোল্টেজ হলো এক প্রকার বৈদ্যুতিক চাপ।পরিবাহীর অভ্যন্তরে থাকা ইলেক্ট্রোন সমূহকে স্থানচ্যুত করতে যে চাপের প্রয়োজন হয়,তাকেই ভোল্টেজ বলে। অন্যভাবে বলা যায় যে, অসীম বা শূণ্য বিভবের স্থান থেকে একটি একক ধণাত্মক চার্জকে তড়িৎ ক্ষেত্রের কোন বিন্দুতে আনতে যে পরিমাণ কাজ করতে হয় তা হল ঐ স্থানের বিভব বা ভোল্টেজ। ভোল্টেজকে প্রধানত V দ্বারা প্রকাশ করা হয়।

রোধ( Resistance):

সুষম তাপমাত্রায় কোনো একটি পরিবাহীর দুই প্রান্তে বিভব পার্থক্য এবং এর মধ্যে দিয়ে প্রবাহিত বিদ‍্যুত প্রবাহমাত্রার অনুপাত কে রোধ বলে। সোজা বাংলা ভাষায় বল্লে - পরিবাহী যে ধর্মের জন্য এর মধ্য দিয়ে বিদ‍্যুৎ চলাচলে বাধা প্রদান করে তাকে রোধ বলে। একে r বা R দ্বারা প্রকাশ করা হয়।

কোন পরিবাহীর রোধ এই শর্তগুলোর উপর নির্ভর করে :

১. পরিবাহীর দৈর্ঘ্য,

২.প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল,

৩.উপাদান ও

৪.তাপমাত্রা।

Bipul
Bipul652
294 Points

Popular Questions