ওয়ার্ডপ্রেসে ওয়েবসাইট বানানোর জন্য কোন প্রোগ্রামিং ভাষা ও এর সবচেয়ে বেশী গুরুত্বপূর্ণ বিষয়গুলো শেখা দরকার?

1 Answers   13 K

Answered 2 years ago

একটা সময় ছিলো যখন র কোডিং জানা না থাকলে ওয়েবসাইট বানানোর কথা ভাবাই যেতো না।

এর পরে আসলো ওয়ার্ডপ্রেস সহ আরো বেশ কিছু সিএমএস। তবে ওয়ার্ডপ্রেস এর নির্দিষ্ট থিম এর বাইরে আর বেশি কিছু করতে পারতাম না উচ্চ মানের কোডিং জ্ঞান না থাকায়।

পেজ বিল্ডার গুলো বেশ সহজ করে দিয়েছে ওয়েবসাইট উইদাউট কোড করার জন্য। কিন্তু এসবেও বেশ কিছু সীমাবদ্ধতা থাকায় খুব বেশি কোড নির্ভর থাকতে হয়েছে হাউ এন্ড সাইট এর জন্য।

এ বছরে বেশ কিছু বিল্ডার এর মধ্যে এলিমেন্টর বেশ বড় আকারের চেঞ্জ নিয়ে আসছে সাধারন ব্যবহারকারীদের জন্য। এই একটা প্লাগিন দিয়েই আমি নিজেই অনেক অনেক কিছু করেছি। বেশ ভালো লাগছে।

এর পরেও বলবো এইচটিএমএল, সিএসএস এবং পিএইচপি জানা না থাকলে ওয়েব ডিজাইন নিয়ে কোনভাবেই আগাতে পারবেন না। ওয়ার্ডপ্রেস এর ক্ষেত্রেও নূন্যতম এই তিনটি বিষয় জানা লাগবেই।

Ahmed Tahsan
ahmedtahsan
305 Points

Popular Questions