এ পি জে আব্দুল কালাম সম্পর্কে কিছু বলবেন?

1 Answers   8.9 K

Answered 1 year ago

অংকের শিক্ষক একটি অংক দিয়ে বললোঃ তোদের মধ্যে যে অংকটি পারবে তাকে আমি এক জোড়া জুতা গিফট করবো। সকল ছাত্র অংকটি সঠিক উত্তর দিলো। শিক্ষকঃ আমিতো একজনকে জুতো দিতে পারবো। একটা কাজ কর, লটারী করি। বাক্সের মধ্যে তোরা তোদের নাম আর রোল নম্বর লিখে দে। ছাত্ররা রোল নাম/নম্বর লিখে বাক্সে রাখলো। শিক্ষক বাক্স একটু ঝাঁকিয়ে চোখ বন্ধ করে একটি কাগজ তুললেন। শিক্ষকঃ আমি কি নামটি পড়বো? ছাত্ররা একত্রে বললোঃ পড়েন স্যার। পুরো ক্লাশ Pin drop silence শুধু শ্বাস-প্রশ্বাসের শব্দ। শিক্ষক পড়লেনঃ আব্দুল। রোল নম্বর ১ ছাত্ররা হাত তালি দিয়ে ফার্স্ট বয়কে অভিনন্দন জানালো। শিক্ষক পরের দিন এক জোড়া জুতো নিয়ে এসে বললেনঃ তোরা সকলে মিলে জুতা ওকে পড়িয়ে দে। টিচার্স রুমে ঐ শিক্ষকের চোখে জল দেখে সহকারী শিক্ষক জিজ্ঞাসাঃ স্যার, আপনার চোখে জল কেনো। শিক্ষক জুতোর ঘটনা খুলে বলে, বললোঃ আব্দুল ক্লাশে একমাত্র ছাত্র যে কিনা, খালি পায় ক্লাশে আসে। আমি ওর কথা চিন্তা করে কঠিন অংক দিলাম। সবাই অংকটি সঠিক উত্তর দিলো। সবচেয়ে অবাক লাগলো, লটারীর বাক্স খুলে দেখি সকল ছাত্রই তাদের স্ব স্ব নাম নাম না লিখে, লিখেছিলো, আব্দুল, রোল ১,,, যাতে করে জুতো জুড়া আব্দুল পায়। সেই ছাত্রটি A. P. J. Abdul Kalam Former President of India
Rasel Rana
raselrana
462 Points

Popular Questions