Answered 2 years ago
এসি কারেন্টঃ Alternaring Current (A.C) : সময়ের সাথে যে কারেন্টের মান ও দিক উভয়টির পরিবর্তন হয় তাকে এ.সি কারেন্ট বলে। এসি কারেন্ট বা পরিবর্তী তড়িৎ এর প্রবাহের দিক একটি নির্দিষ্ট পর্যায় পর পর বিপরীতগামী হয়। পরিবর্তি প্রবাহের ক্ষেত্রে একটি নির্দিষ্ট পর্যায়কালের অর্ধেক সময় তড়িৎ যেদিকে প্রবাহিত হয় বাকি অর্ধেক সময় ঠিক তার বিপরিত দিকে প্রবাহিত হয়।
Anis publisher