এসিড কাকে বলে?

1 Answers   10.4 K

Answered 2 years ago

এসিডের নামঃ ফ্লোরোএন্টিমনিক এসিড

PH মানঃ -31.3 (মাইনাস ৩১.৩

Formula: SbHF6

এটা আমাদের চেনা জানা শক্তিশালী এসিড সালফিউরিক এসিডের তুলনায় ১০ কোয়াড্রিলিয়ন বা ১০০,০০,০০,০০০,০০,০০,০০০ গুণ বেশি। (বিভিন্ন সোর্সে এই সংখ্যাটা নিয়ে মতভেদ আছে)

এই এসিড এতোই শক্তিশালী যে এটা নিয়ে এখনও বিজ্ঞানীরা তেমন কোন গবেষণাই করতে পারেননি এটা কাঁচকে হাওয়াই মিঠাইয়ের মতো গলিয়ে দেয়, এটাকে কোন রাসায়নিক ইকুইপমেন্টের মধ্যেই নেওয়া যায় না গবেষণার জন্য!

দুনিয়াতে একমাত্র "টেফলন" নামক পদার্থের তৈরী পাত্রে এটা রাখা যায়। কারণ টেফলনের নিজের আছে এখন পর্যন্ত জানা সবচেয়ে শক্তিশালী জৈব রাসায়নিক বন্ধন। এই ফ্লোরো এন্টিমনিক এসিডে হাইড্রোজেন ছাড়াও আছে ফ্লোরিন ও এন্টিমনির মতো প্রচন্ড বিক্রিয়ক পদার্থ; যা সামনে সে পাবে, সব কিছুই জ্বলিয়ে গলিয়ে দিবে- শুধু টেফলন ছাড়া!

Aysha Ritu
aysharitu
122 Points

Popular Questions