আমার জানা মতে মার্কস বাড়লেই শুধু নম্বর বদলানো হয় আর যদি কমেও, তাহলে তারা তাদের আগের মার্কস বজায় রাখেন। কারন মার্কস রেকর্ড থেকে কমাতে গেলে তাদের অনেক জটিল প্রক্রিয়ার ভেতরে যেতে হয়। আপনার পাওনা মার্কস না পেলেই কেবল আপনাকে ক্ষতি থেকে বাঁচাবার জন্য তারা এই জটিল প্রক্রিয়ায় যাবেন। তারপরও আপনি এ বিষয়ে বোর্ড এ চ্যালেঞ্জ করার সময় তাদেরকে নতুন নিয়ম কি তা জানতে চাইলেই বলে দেবে।
suriyasultana publisher